ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

প্রকাশিত: ০৫:৩০, ৭ জানুয়ারি ২০১৯

  চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

শনিবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ৬৪তম জন্মদিন ছিল। সেদিন রাজ্যের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পান তিনি। এর মধ্যে একটি বার্তা ছিল চমকপ্রদ। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের এই বার্তায় তিনি লেখেন, উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বাংলার মুখ। ওর সুস্থতা ও সাফল্য কামনা করি। দেশে যদি বাঙালী প্রধানমন্ত্রী কেউ হন, তা উনিই হবেন। তার সুস্থ থাকা দরকার। ‘প্রণব মুখোপাধ্যায় প্রেসিডেন্ট হয়েছেন। মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হতেই পারেন,’ উনি আরও বলেন। যদিও মমতা জন্মদিন নিয়ে কোন বাড়াবাড়ি পছন্দ করেন না এবং বিগত দিনগুলোতে জন্মদিনে উপহার পাঠিয়ে অনেকেই ওনার কাছে বকা খেয়েছেন। শনিবার নিজের দলের এবং বিরোধী রাজনৈতিক শিবির থেকে অনেকের কাছ থেকেই শুভেচ্ছা পান তিনি। কিন্তু দিলীপ ঘোষের এই বার্তা সবাইকে অবাক করেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতাকে আক্রমণ করার কোন সুযোগ ছাড়েন না এবং রোজ নিয়ম করে মমতাবিরোধী মন্তব্য করেন। এ বিষয়ে ভারতের এক সাংবাদিক লিখেছেন, ওনার যে শুভবুদ্ধির উদ্রেক হয়েছে তা জেনে ভাল লাগল। উনি অবশেষে বুঝতে পারলেন যে মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী হবেন। যদিও ষাটের মাঝামাঝি পৌঁছে গেলেন মমতা, উনি শারীরিক দিক থেকে অনেক সক্ষম। নিয়ম করে রোজ পনেরো কিলোমিটার হাঁটেন এবং খাওয়ার ব্যাপারে খুব সংযমী। শুক্রবার নিয়মিত ব্যাডমিন্টন খেলেন তিনি।-আনন্দবাজার অবলম্বনে।
×