ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরওয়েতে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে রেকর্ড

প্রকাশিত: ০৪:৫৩, ৭ জানুয়ারি ২০১৯

 নরওয়েতে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৮ সালে বৈদ্যুতিক গাড়ি বিক্রির রেকর্ড হয়েছে নরওয়েতে। পুরো বিশ্বে সরবরাহ করা গাড়ির তিন-চতুর্থাংশই বিক্রি হয়েছে ইউরোপের দেশটিতে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের মধ্যে শতভাগ বিদ্যুতচালিত গাড়ি ব্যবহারের লক্ষ্যে কাজ করছে নরওয়ে সরকার। পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির ব্যবহার বন্ধের লক্ষ্যে ব্যাটারিচালিত গাড়ির ক্ষেত্রে ট্যাক্স মওকুফসহ অন্যান্য সুবিধা দিচ্ছে দেশটির প্রশাসন। একইসঙ্গে বিনা খরচে পার্কিং ও চার্জিং সুবিধা দেয়া হচ্ছে। ২০১৩ সালে নরওয়েতে মোট গাড়ির সাড়ে ৫ শতাংশ ছিল বৈদ্যুতিক গাড়ি। সদ্যসমাপ্ত বছরে তা বেড়ে ৩১ শতাংশ ছাড়িয়েছে।
×