ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে নতুন ৩ লাখ কর্মসংস্থান

প্রকাশিত: ০৪:৫২, ৭ জানুয়ারি ২০১৯

 যুক্তরাষ্ট্রে নতুন ৩  লাখ কর্মসংস্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ গেল বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ১২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম অধিদফতর। শ্রম অধিদফতরের তথ্য অনুযায়ী, এ হার সরকারের প্রত্যাশার চেয়ে বেশি। ডিসেম্বর মাসে সরকারের ১ লাখ ৭৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ছিল। বর্তমানে দেশটির বেকারত্বের হার ৩ দশমিক ৯ শতাংশ, যা রেকর্ড। এ খবর প্রকাশের পর পর চাঙ্গা হয়ে ওঠে মার্কিন শেয়ারবাজার। এ সময় ব্যক্তিমালিকানাধীন খাতগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি।
×