ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোল স্থলবন্দরে কমেছে আমদানি রফতানি

প্রকাশিত: ০৪:৫১, ৭ জানুয়ারি ২০১৯

 বেনাপোল স্থলবন্দরে কমেছে আমদানি রফতানি

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ সংসদ নির্বাচনসহ একাধিক ছুটির কারণে বেনাপোল স্থলবন্দরে কমেছে আমদানি-রফতানি। এক সপ্তাহে আয় নেমেছে অর্ধেকে। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কমেছে রাজস্ব। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে গত দু’বছর ধরে গড়ে প্রতিদিন প্রায় ৫শ’ থেকে ৮শ’ ট্রাক পণ্য আমদানি-রফতানি হয়। এ সময়ে আমদানির তুলনায় রফতানি বাড়ে প্রায় দ্বিগুণ। কিন্তু সংসদ নির্বাচনসহ কয়েকদিনের ছুটির কারণে সম্প্রতি কমে যায় আমদানি-রফতানি। বন্দরের শ্রমিকরা জানান, নির্বাচনের কয়েকদিন বন্দর বন্ধ থাকার কারণে কাজ-কর্ম ছিল না। তবে এখন আমাদের কাজ বেড়ে গেছে। বন্দরে আগের তুলনায় দ্বিগুণ কাজ হচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরে বেনাপোল স্থলবন্দরে মোটর পার্টস, ক্যামিক্যাল, গার্মেন্টস পণ্যসহ আমদানি হয়েছে ১৮ হাজার ৬শ’ কোটি টাকার পণ্য এবং রফতানি হয়েছে তিন হাজার কোটির পণ্য। আর ২০১৭-১৮ অর্থবছরে আমদানি হয়েছে ৪ হাজার ৬শ’ কোটি টাকার মালামাল ও রফতানি হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকার পণ্য। বাংলাদেশ-ভারত উপ-কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, নির্বাচনের কারণে আমদানি-রফতানি কমলেও চলতি মাসের ১০ দিনের মধ্যে বাণিজ্যে আবারও গতি ফিরবে বলে আশাবাদী তিনি।
×