ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:৪৮, ৭ জানুয়ারি ২০১৯

 ব্লক মার্কেটে ১৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। কোম্পানির ২ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ইউনাইটেড পাওয়ার ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৬২ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানি হচ্ছে- ব্র্যাক ব্যাংক ৭৫ লাখ ৩০ হাজার, এক্সিম ব্যাংক ৫৫ লাখ ১৪ হাজার, গ্লাক্সোস্মিথক্ল্াইন ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার, সিঙ্গার বিডি ২২ লাখ ৪১ হাজার, এসকে ট্রিমস ৪৭ লাখ এবং ভিএফএস থ্রেড ডায়িং এর ৪৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×