ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা

আট মাসে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার সূচক

প্রকাশিত: ০৪:৪৫, ৭ জানুয়ারি ২০১৯

আট মাসে সর্বোচ্চ অবস্থানে শেয়ারবাজার সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবারও বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের চার কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০১ পয়েন্ট। এছাড়া লেনদেনের গতিও বজায় রয়েছে। এর মাধ্যমে রবিবারের লেনদেন বিগত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। এই দিনে ডিএসইর সার্বিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর কিছুক্ষণ মুনাফা তোলার প্রবণতা বেড়ে যায়। ফলে সূচকের তীর নিচে নেমে যায়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার কেনার চাহিদা বাড়তে থাকে। দিন শেষে এক পর্যায়ে ডিএসইর সার্বিক সূচক ১১০ পয়েন্ট বেড়ে যায়। দিন শেষেও প্রায় ১০০ পয়েন্ট বেড়েছিল। সমন্বয় শেষে ডিএসইর সার্বিক সূচকটি বেড়েছে ৯৬ পয়েন্ট। আগের কার্যদিবস বৃহস্পতিবারে সূচকটি বেড়েছিল ৯৪ পয়েন্ট, বুধবার ৩১ পয়েন্ট ও মঙ্গলবার ৮০ পয়েন্ট বেড়েছিল। এই উত্থানের মাধ্যমে ডিএসইএক্স ৫ হাজার ৬৮৭ পয়েন্টে উঠে এসেছে। যা বিগত ৮ মাস বা ২০১৮ সালের ৭ মে’র মধ্যে সর্বোচ্চ। এদিন ডিএসইতে ১ হাজার ২৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ডিএসইতে বিগত সাড়ে ৩ মাস বা ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৪ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে ২৬৫টি বা ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৬২টি বা ১৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি বা ৫ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলের শেয়ার। এদিন কোম্পানির ৩১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ২৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। লেনদেনে এরপর রয়েছে- ভিএফএস থ্রেড, ব্র্যাক ব্যাংক, ড্রাগন সোয়েটার, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইনটেক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৫৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০২টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। আর ৫৩ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×