ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাঙ্গেরিতে শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৩, ৭ জানুয়ারি ২০১৯

 হাঙ্গেরিতে শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

হাঙ্গেরিতে শ্রম আইন সংস্কারের প্রতিবাদ জানিয়ে শনিবার দেশটির জাতীয়তাবাদী রক্ষণশীল প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিরুদ্ধে প্রায় ৬ হাজার লোক বিক্ষোভ করেছে। বিরোধী দল একে ‘দাসত্ব আইন’ বলে অভিহিত করেছে। এএফপি। বিরোধী দল ও ইউনিয়ন আয়োজকরা যা আশা করেছিলেন বিক্ষোভে তার চেয়ে অনেক কম মানুষ উপস্থিত হয়েছে। উৎসব মৌসুমের পর এই বিক্ষোভ চাঙ্গা করতে তারা হাজার হাজার মানুষ জড়ো করতে পারবেন বলে আশা করছিলেন। গত ১২ ডিসেম্বর পার্লামেন্টে শ্রম আইনটি পাস হয়। এতে কর্মীদের অতিরিক্ত কাজের সময় বাড়ানো হয়েছে। এর ফলে নিয়োগকর্তারা কর্মীদের কাছ থেকে বছরে ২৫০ থেকে ৪শ’ ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত কাজ দাবি করতে পারবেন। কিন্তু মজুরি প্রদানে তিন বছর পর্যন্ত বিলম্বের বিধানও রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হাঙ্গেরির শ্রমিক সঙ্কট কাটাতে এই আইনটির প্রয়োজন আছে।
×