ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দীন জাকী আইসিইউতে

প্রকাশিত: ০৭:৫১, ৬ জানুয়ারি ২০১৯

চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দীন জাকী আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী আইসিইউতে। দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ এই নির্মাতা। বৃহস্পতিবার হঠাৎ গুরুতর অসুস্থ হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এখন ওই হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। দুইদিন পার হয়ে গেলেও এখনও অবস্থার কোন পরিবর্তন ঘটেনি বলে জানালেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন। শনিবার দুপুরে বদিউল আলম খোকন জানান, প্রবীণ পরিচালক সৈয়দ সালাউদ্দীন জাকী ভাল নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। এখনও অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে তাকে। সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। জানা গেছে, তিনি হৃদরোগ, নিম্ন রক্তচাপ, কিডনি জনিত সমস্যায় ভুগছেন সালাউদ্দীন জাকী। অনেকদিন থেকেই হুইল চেয়ারে চলাফেরা করেন তিনি। সত্তর উর্ধ এই প্রবীণ পরিচালক ‘বোবামাটি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন সম্প্রতি। চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখাও শেষ করেছেন। শূটিং শুরু হওয়ার অপেক্ষা। সৈয়দ সালাউদ্দীন জাকী চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক। ১৯৮০ সালে তিনি প্রথম ‘ঘুড্ডি’ তৈরি করেন । ১৯৮০ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।
×