ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আকাশ খানের ‘বেদনার কান্না’ টেলিফিল্মের মহরত

প্রকাশিত: ০৭:৪৯, ৬ জানুয়ারি ২০১৯

আকাশ খানের ‘বেদনার কান্না’ টেলিফিল্মের মহরত

স্টাফ রিপোর্টার ॥ নতুন টেলিফিল্ম নির্মাণ শুরু করতে যাচ্ছেন চলচ্চিত্রের পরিচিত মুখ কৌতুক অভিনেতা আকাশ খান। ‘বেদনার কান্না’ শিরোনামে এই টেলিফিল্মে অভিনয় করবেন ইমন ও চিত্রনায়িকা সাদিয়া। আরও আছেন সাব্বির, রেবেকা, সুব্রত, শাকিল খান প্রমুখ। আগামীকাল সোমবার থেকে গাজীপুরের পুবাইলে টেলিফিল্মটির শূটিং শুরু হবে। শুক্রবার বিকেলে মগবাজারের একটি রেস্টুরেন্টে ‘বেদনার কান্না’ টেলিফিল্মের মহরত অনুষ্ঠিত হয়। মহরতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা সুব্রত, অভিনেত্রী নির্মাতা আকাশ খান, চিত্রনায়িকা সাদিয়া মির্জা, অভিনেতা সাব্বির আহমেদ, দিহান, আদরি খান, সুশান্ত, সেলিম আহমেদ, দিলারা, অপি, মিষ্টি হাবিবাসহ আরও অনেকে। মহরতে জানানো হয় তুরাগ মাল্টিমিডিয়া থেকে নির্মাণ করা হচ্ছে এই টেলিফিল্মটি। এ প্রসঙ্গে আকাশ খান বলেন, আমি এখন থেকে নিয়মিত কাজ করব। ‘বেদনার কান্না’ দিয়ে আমার কাজ শুরু করছি। নাটক, টেলিফিল্মের পাশাপাশি আমরা চলচ্চিত্রও নির্মাণ করব। মৌলিক গল্পের নাটক ও চলচ্চিত্র নিয়ে আমরা নিয়মিত কাজ করতে চাই। আগামীকাল সোমবার থেকে আমরা শূটিংয়ের কাজ শুরু করার ইচ্ছে আছে। আশা করি কাজটি ভালভাবে শেষ করতে পারব। দর্শকদের ভাল একটি কাজ উপহার দেয়ার চেষ্টা করব। এ জন্য সবার কাছে দোয়া চাই। টেলিফিল্মের গল্প প্রসঙ্গে আকাশ খান বলেন, আমাদের দেশে যারা শহরে এসে পড়াশোনা করে তাদের বড় একটি অংশ গ্রাম থেকে আসে। তাদের পরিবারের কর্তা বেশিরভাগ কৃষক। এমনই একটি পরিবারের গল্প ‘বেদনার কান্না’। গল্পে দেখা যাবে দিনের অর্ধেক সময় রিকশা চালান আর বাকি সময় কৃষি কাজ করে। কিন্তু ছেলেকে শহরে রেখে পড়াশোনা করায়। সময় মতো টাকা পাঠাতে পারে না। যে কারণে ছেলে একসময় মাদক ব্যবসায় জড়িয়ে যায়। এভাবে এগিয়ে যায় গল্প। আকাশ খান জানান কোন নির্দিষ্ট টিভি চ্যানেলের জন্য টেলিফিল্মটি নির্মাণ করছেন না তিনি। ভাল কাজ যে কোন চ্যানেলেই চালানো সম্ভব এমনটিই মনে করেন তিনি। চলতি মাসে তিনি চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
×