ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৭:৩৩, ৬ জানুয়ারি ২০১৯

বরিশালে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দ্রুত বিচার দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মুলাদী উপজেলার প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তামান্না আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি। ফলে বিচার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন ওই ছাত্রীর পরিবারের সদস্যরা। হতদরিদ্র পরিবার হওয়ায় আদৌ বিচার পাবে কিনা এ নিয়ে তাদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে। ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুলাদী-মীরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৭ নবেম্বর বিকেলে স্কুল ছাত্রী তামান্না আক্তারকে ঘরে একা পেয়ে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে। নিহত স্কুল ছাত্রীর পিতা মঞ্জু চৌকিদার জানান, দুই মাসেও হত্যাকারীদের কেউ গ্রেফতার না হওয়ায় আদৌ বিচার পাবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে নানা শঙ্কা বিরাজ করছে। এ বিষয়ে মুলাদী থানার ওসি (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, ময়নাতদন্তের রির্পোট থানায় না আসায় কোন ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। রিপোর্ট হাতে পেলেই দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৭ নবেম্বর রাত নয়টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের বাসিন্দা মঞ্জু চৌকিদারের ঘর থেকে তার মেয়ে তামান্না আক্তারের মরদেহ উদ্ধার করে।
×