ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হামদর্দের সিনিয়র কর্মকর্তাদের মতবিনিময়

প্রকাশিত: ০৭:৩২, ৬ জানুয়ারি ২০১৯

হামদর্দের সিনিয়র কর্মকর্তাদের মতবিনিময়

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের আধুনিক কারখানা এবং প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাদের এক মতবিনিময় সভা হামদর্দের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হামদর্দের চীফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় হামদর্দের ওষুধ ও পণ্যের গুণগত মান প্রতিনিয়ত উন্নয়নের জন্য চলমান গবেষণার অংশ হিসেবে আধুনিক কারখানার পরিকল্পনা ও উন্নয়ন, কোয়ালিটি কন্ট্রোল এবং মাইক্রোবায়োলজিসহ উৎপাদনের বিভিন্ন সেক্টরের সিনিয়রপার্সন তাদের গবেষণাভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া ওষুধ ও পণ্যের গুণগত মান অক্ষুণœ রাখতে হামদর্দের নিজস্ব ভেষজ বাগানে ঔষধি উদ্ভিদ চাষের পরিধি পরিকল্পনামাফিক আরও সম্প্রসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে মানবসেবার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ওষুধ উৎপাদনের প্রতিটি স্তরে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক ফাউন্ডেশন লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.), পরিচালক প্রোটোকল এ্যান্ড লিগ্যাল এ্যাফেয়ার্স মেজর ইকবাল মাহমুদ চৌধুরী (অব), পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ, পরিচালক উৎপাদন মি. মিহির চক্রবর্তী এবং উপদেষ্টা উৎপাদন ড. মোঃ জহুরুল হকসহ হামদর্দের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×