ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় ছাত্রকে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৭:৩১, ৬ জানুয়ারি ২০১৯

হত্যা মামলায় ছাত্রকে ফাঁসিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৫ জানুয়ারি ॥ কলেজে শ্রেণীকক্ষে উপস্থিত থাকা অবস্থায় একটি খুনের মামলায় আসামি হয়েছেন হোজাইফা রহমান খান (১৮) নামের এক শিক্ষার্থী। তার বাড়ি বাউফলের বীরপাশা গ্রামে। বাবার নাম একেএম মজিবুর রহমান। হোজাইফা রহমান ঢাকার মিরপুরের সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলজি কলেজের সিভিল বিভাগের সপ্তম সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী। এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন । শনিবার ওই শিক্ষার্থীর বাবা একেএম মজিবুর রহমান অভিযোগ করেন, পূর্ব বিরোধের জের ধরে গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বাউফল উপজেলার বীরপাশা গ্রামের আশুতোষ খাসকেল বাড়ির পূর্বপাশে সার্বজনীন পূজা মন্দিরের সামনে মামুন গাজী নামে যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর নিহতের বাবা জিএম নজরুল ইসলাম ওরফে শাহজাহান গাজী ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বাউফল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আমার ছেলে হোজাইফা রহমান খানকে চার নম্বর আসামি করা হয়। অথচ এ ঘটনার সময় তিনি ঢাকায় কলেজে ছিলেন। আমার ছেলেকে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে। হোজাইফা রহমান আমার একমাত্র সন্তান। তিনি বর্তমানে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। এ নিয়ে আমরা পরিবারর সবাই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আপনারা (সাংবাদিক) আমার ছেলেকে বাঁচান। সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলজি কলেজের উপাধ্যক্ষ মোঃ সাজ্জাদুল হক বলেন,‘গত ২৭ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ দশমিক ২০ টা পর্যন্ত পরপর দুটি ক্লাসে উপস্থিত ছিল। এর আগেই হোজাইফা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়। যা কলেজের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় রেকর্ড রয়েছে।’
×