ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীর সারোভাষা সেতু হুমকির মুখে

প্রকাশিত: ০৭:৩০, ৬ জানুয়ারি ২০১৯

নীলফামারীর সারোভাষা সেতু হুমকির মুখে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চারালকাটা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। বালু ব্যাবসায়ীরা দিনে ও রাতের ব্রিজের দুপাশে পাঁচশ গজের মধ্যে নদী হতে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে বালু উঠিয়ে নিয়ে যাচ্ছে। এতে ব্রিজের পূর্বকোণটি ধসে গেছে। এতে হুমকির মুখে রয়েছে ব্রিজটি। শনিবার সরেজমিনে গেলে এমন চিত্র চোখে পড়ে। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায় বাহাগিলি, চাঁদখানা ও মাগুড়া ইউনিয়নের হাজার হাজার মানুষের দাবির প্রেক্ষিতে প্রায় তিনকোটি টাকা ব্যয়ে চাঁদখানা ইউপি অফিস হতে কেল্লাবাড়ি হাট ভায়া দর্জিটারী বুড়ির হাট সারোভাষা ঘাটে চাড়ালকাটা নদীর উপর ১৪০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয় সম্প্রতিকালে। এলাকাবাসীর অভিযোগ, চাঁদখানা ইউনিয়নের দক্ষিণ চাঁদখানা সারোভাষা গ্রামের মহির উদ্দিনের ছেলে কাশেম মিয়া , একই ইউনিয়নের গুচ্ছগ্রামপাড়ার আলী মামুদের ছেলে হাফেজ মিয়া, বদিয়ার রহমানের ছেলে কিবরিয়া ও আবুল হোসেনের ছেলে হানিফ দীর্ঘদিন থেকে ব্রিজের নিচ থেকে ব্রিজের উত্তর ও দক্ষিণ দিকে ৫শ গজ সীমানার মধ্যে নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে ২০টি মাহিন্দ্র ট্রাক্টর নিয়ে যাচ্ছে। ফলে ব্রিজের নিচের বালু সরে গিয়ে ব্রিজের পূর্বকোণের এ্যাপ্রোচ ধসে গেছে। এতে হুমকির মুখে পড়েছে ব্রিজটি । বালু উত্তোলনকারী কাশেম বলেন, আমরা যেভাবে বালু তুলছি তাতে ব্রিজের কোন ক্ষতি হবার কথা নয়। তারপরও আমরা বালু বিক্রি করে যে টাকা পাই তার ভাগ প্রশাসনকেও দেই। কোন প্রশাসনকে দেন প্রশ্নে তিনি প্রশাসনের নাম জানাতে অস্বীকার করেন। চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রিজের পূর্বদিকে এ্যাপ্রোচ ধসে গেছে। ব্রিজটি রক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে অবগত করব।
×