ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২১ জানুয়ারি রাবিতে ক্লাস শুরু

প্রকাশিত: ০৭:২৬, ৬ জানুয়ারি ২০১৯

২১ জানুয়ারি রাবিতে ক্লাস শুরু

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি। এদিন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে তাদের পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন। তিনি জানান, ১৫ জানুয়ারি ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি অনুষদে কিছু আসন ফাঁকা রয়েছে। সেসব আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলছে। ভর্তি প্রক্রিয়া শেষ হবে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ২৫ কোটি টাকা ব্যয়ে ৫০ বেডের ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। শনিবার তিনি ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে এই ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও সিভিল সার্জন ডা.এম.এ.এফ এম খাইরুল আতাতুর্ক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ রুহুল আমিন। পাঁচতলা এই হাসপাতাল ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় ২৫ কোটি টাকা। তার মধ্যে সরকার দেবেন ২০ কোটি টাকা ও বাকি টাকা দেবেন (৫ কোটি) ডায়াবেটিক সমিতি।
×