ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলে শত বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৭:২৪, ৬ জানুয়ারি ২০১৯

নড়াইলে শত বছরের বৃদ্ধাকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৫ জানুয়ারি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল-বাগডাঙ্গা গ্রামে হাজেরা বেগম নামে শত বছরের এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই বৃদ্ধ মহিলা নিজ ঘরে ঘুমিয়েছিলেন। মাঝ রাতে দুর্বৃত্তরা বাড়ির পশ্চিমে পুকুর সংলগ্ন একটি ঘাসের ক্ষেতে তাকে জবাই করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ সকালে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায় । এদিকে এলাকাবাসী জানান, নিহত হাজেরার দু’ছেলে লুৎফার রহমান খান ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আকরাম হোসেন খানের সঙ্গে চাচাত ভাই আবুল কালাম আজাদ খানের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে মাস দু’য়েক আগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল আকরাম হোসেন খানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ চাচাত ভাই ও তার সমর্থকেরা। টঙ্গীতে যুবকের মৃত্যু নিয়ে রহস্য নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, শনিবার টঙ্গীর বড় দেওড়া মিত্তিবাড়ী এলাকায় আনোয়ার হোসেন আনু (৪০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাড়ি গাজীপুর সদরের ট্যাঙ্কিরপাড় এলাকায়। টঙ্গী পশ্চিম থানার এস আই নজমুল হোসেন জানান, নিহত আনুর লাশটি গলায় ফাঁস দেয়া অবস্থায় তার শোয়ার ঘর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে এলাকাবাসী বলছে এটি আত্মহত্যা নয়, এটি একটি হত্যাকা-। আনোয়ার হোসেন আনুকে হত্যা করে কে বা কারা তার ঘরে লাশটি ঝুলিয়ে রাখে। এদিকে তার স্ত্রী কুহিনুর বেগম আনোয়ার হোসেন আনু তার স্বামী নয় বলে দাবি করেছে। লাশ পুলিশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে এসেছে। এলাকাবাসী বলছে আনোয়ার হোসেন আনু আত্মহত্যা করেনি। এটি একটি হত্যাকা-। তারা মৃত্যুর রহস্য উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
×