ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে ট্রাক চাপায় কবিরাজ নিহত

প্রকাশিত: ০৭:২৩, ৬ জানুয়ারি ২০১৯

লৌহজংয়ে ট্রাক চাপায় কবিরাজ নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বালুবাহী একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৫৫) নামের এক কবিরাজ নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টায় দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ছাতিয়ানী গ্রামের মৃত মোবারক আলীর পুত্র। সে শিমুলিয়া ঘাটে কবিরাজি ওষুধ বিক্রি করত। জানা গেছে, শিমুলিয়া ঘাট সংলগ্ন বালুর মাঠ থেকে বালু বোঝাই করে একটি বালুবাহী ড্রাম ট্রাকটি রাস্তায় উঠছিল। এ সময় জাহাঙ্গীর ওই পথ ধরে পদ্মায় গোসল করতে যাচ্ছিল। এমন সময়ে ওই ট্রাকটি তাকে চাপা দিলে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ জানুয়ারি ॥ শনিবার সকালে নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদানকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই শীতবস্ত্রগুলো উপজেলার ২শ’ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেনের নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সরদার আব্দুল ওয়াহেদ, আয়েজ উদ্দিন, নুরুল ইসলাম, মুনছুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাগণ।
×