ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই রোহিঙ্গা মাদকবিক্রেতা নিহত

প্রকাশিত: ০৭:২৩, ৬ জানুয়ারি ২০১৯

দুই রোহিঙ্গা মাদকবিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাদকবিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে টেকনাফে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে আনলে তাদের রোহিঙ্গা বলে শনাক্ত করে স্বজনরা। খবর পেয়ে শনিবার ভোরে টেকনাফ থানা পুলিশ মিঠাপানিরছড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। টেকনাফ থানার ওসি জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিঠাপানিরছড়া থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে নিয়ে আসে। নিহত খায়রুল আমিন ও আবদুল্লাহ নামে দুজনই টেকনাফের উনচিপ্রাং শিবিরে আশ্রিত রোহিঙ্গা। চমেকের ১৬ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হিসেবে চিহ্নিত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক)। এই কলেজ ও হাসপাতালকে ঘিরে ভেতরে-বাইরে নানা ধরনের অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে চুরিসহ আইন-শৃঙ্খলাবিরোধী কার্যক্রমও ঘটে থাকে। সার্বিক বিষয়ে বিবেচনায় এনে সিএমপির উদ্যোগে পাঁচলাইশ থানা পুলিশ এই কলেজ ও হাসপাতাল এলাকার ১৬ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে। ইতোমধ্যে ১০টি পয়েন্টে অনুরূপ ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ক্যামেরার স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। পাঁচলাইশ পুলিশ জানায়, এ হাসপাতাল বিভিন্ন সময়ে চুরিসহ মারামারির বিভিন্ন ঘটনা ঘটে। এছাড়া এ হাসপাতালকে ঘিরে বিভিন্ন চক্র বা সিন্ডিকেট গড়ে উঠেছে। সিসি ক্যামেরা না থাকায় বিভিন্ন অভিযোগের প্রমাণ মিলে না। ফলে নানা অপকর্ম ঘটেই চলেছে। এমতাবস্থায় সুনির্দিষ্টভাবে ১৬ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। জানা যায়, আরও নানা পয়েন্টে অনুরূপ ক্যামেরা স্থাপনের জন্য সরকারী বরাদ্দ চাওয়া হয়েছে।
×