ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএলে দর্শক উপস্থিতিতে দিন-রাতের তফাত’!

প্রকাশিত: ০৭:১৯, ৬ জানুয়ারি ২০১৯

বিপিএলে দর্শক উপস্থিতিতে দিন-রাতের তফাত’!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুখ্যাতি আছে বিপুল দর্শক টানতে পারার কারণে। বিশেষ করে আন্তর্জাতিক যে কোন ফরমেটের ক্রিকেটে কানায়-কানায় পূর্ণ থাকে এই মাঠের গ্যালারি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর সেদিক থেকে মোটেও কম নয়। কারণ এই আসরে দেশী-বিদেশী যতসব নামী দামী তারকা ক্রিকেটারদের মেলা বসে। ষষ্ঠ আসরের প্রথমদিনেই শনিবার ছিল বড় বড় তারকাদের ব্যাট-বলের লড়াই। তবে যতটা আগ্রহ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসরটি নিয়ে হম্বিতম্বি করে, দর্শকদের মধ্যে যেন ততটা সাড়া, উৎসুক মনোভাব কিংবা উন্মাদনা নেই। এর কারণ প্রথমদিনেই দেখা গেছে গ্যালারিতে দর্শকদের ভাটা। বিশেষ করে দুপুর সাড়ে ১২টায় হওয়া প্রথম ম্যাচে গ্যালারির সিকি ভাগও ভরেনি। তবে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে অনেক দর্শক সমাগম ঘটেছে। সেটিকেও মিরপুরের চিরাচরিত রূপের সঙ্গে খাপ খায়নি। অর্থাৎ দর্শক উপস্থিতিতে দেখা গেছে দিন-রাতের তফাত! শনিবার ষষ্ঠ বিপিএলের উদ্বোধনী দিন দু’টি ম্যাচ হয়েছে। নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এদিনই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার দল রংপুর রাইডার্সের ডাগআউটে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। তিনি না খেললেও অবশ্য ইংলিশ ওপেনার এ্যালেক্স হেলস, দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক ব্যাটসম্যান রাইলি রুশো মাঠে নেমেছিলেন। আর চিটাগং ভাইকিংসে মুশফিকুর রহীমের সঙ্গে দীর্ঘ ৫ বছর ৯ মাস পর বিপিএলে নেমেছেন মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসানের মতো তারকারা। সন্ধ্যার ম্যাচে ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ছিলেন সুনীল নারাইন, কাইরন পোলার্ড, আফগান বিস্ময় ব্যাটিং তা-ব হযরতুল্লাহ জাজাই, আন্দ্রে রাসেলদের মতো তারকারা। আর প্রতিপক্ষ রাজশাহী কিংসে ছিলেন বিপিএলের কনিষ্ঠতম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সতীর্থ হিসেবে সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ হাফিজরা দলে ছিলেন। কিন্তু দর্শক টানতে পারেনি প্রথমদিনেই বিপিএল। বিশেষ করে প্রথম ম্যাচটি দুপুর সাড়ে ১২টায় হওয়ার কারণে মিরপুরের গ্যালারি ছিল প্রায় শূন্য। শনিবার সরকারী ছুটি হওয়ার পরও অনেকেই আবার কর্মজীবী। তাই হয়তো দর্শক খরা দেখা গেছে। তবে এবার পুরো বিপিএলেই দৈনিক দুটি করে ম্যাচের প্রথমটি এই সময়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার-শনিবার ব্যতীত সপ্তাহের বাকি ৫ দিন মানুষ ব্যস্ত থাকবেন কর্মস্থলে। তাই নিশ্চিতভাবেই প্রথম ম্যাচগুলোয় এমন খরাই দেখা যাবে এটা প্রায় নিশ্চিত। দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা ৫টা ২০ মিনিটে হওয়ার কারণে অনেকেই কর্মস্থল থেকে ফিরে খেলা উপভোগের সময় পাবেন। কিন্তু প্রথমদিনে দর্শক উপস্থিতির পরিমাণ দ্বিতীয় ম্যাচে অনেক বাড়লেও মিরপুরের সুখ্যাতি অনুসারে তা কমই বলা যায়। দর্শক উপস্থিতিতে পুরো বিপিএলেই তাই এ দিন-রাতের তফাৎটা দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল। ভীষণ বিপদে পাকিস্তান স্পোর্টস রিপোর্টার ॥ কেপটাউন টেস্টেও ভীষণ বিপদে পাকিস্তান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৩১-এর জবাবে ১৭৭ রানে অলআউট সফরকারীরা শনিবার তৃতীয়দিন চা-বিরতির পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২০৩। সবমিলিয়ে ইনিংসহ হার এড়াতে চাই আরও ৫১ রান। ওই রান শোধ করে প্রোটিয়াদের বড় লক্ষ্য দিতে হলে অবিশ্বাস্য কিছু করতে হবে। সুতরাং বৃষ্টি বা ব্যতিক্রম কিছু না ঘটলে টানা দুই হারে এক ম্যাচ আগেই সিরিজ খোয়ানোর শঙ্কায় সরফরাজরা। হয়তো এরই মধ্যে হেরেও গেছে। নিজেদের টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনই সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে বেসামাল সফরকারীরা মাত্র সাড়ে তিনদিনেই হেরেছিল ৬ উইকেটের বড় ব্যবধানে।
×