ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গুনে গুনে সাত গোল- টটেনহ্যাম হটস্পারের সবচেয়ে বড় জয়

প্রকাশিত: ০৭:১৯, ৬ জানুয়ারি ২০১৯

গুনে গুনে সাত গোল- টটেনহ্যাম হটস্পারের সবচেয়ে বড় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ ফুটবলের ঐতিহ্যাবাহী টুর্নামেন্ট এফএ কাপেরও দুর্বার টটেনহ্যাম হটস্পার। শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে স্পার্শরা রীতিমতো উড়িয়েই দিয়েছে চতুর্থ সারির দল ট্র্যানমেরেকে। প্রতিপক্ষের মাঠ থেকে এদিন ৭-০ গোলের বড় জয় নিয়ে বাড়ি ফিরে তারা। টটেনহ্যামের এ যাবতকালের ক্লাব ইতিহাসের এ্যাওয়ে ম্যাচে যা সর্বোচ্চ বড় জয়। মাত্র ৪২ মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে সাত সাতবার বল জড়ান মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। এমন বড় জয়ের মূল নায়ক ফার্নাডো লিওরেন্তে। একাই তিন গোল করেছেন তিনি। দ্বিতীয়ার্ধের ৪৮, ৭১ এবং ৭২ মিনিটে ট্র্যানমেরে রোভার্সের জালে হ্যাটট্রিক পূর্ণ করেন লিওরেন্তে। এই ম্যাচে জোড়া গোল করেছেন সার্জি অরিয়ের। প্রথমার্ধের ৪০ মিনিটে করা তার গোলেই প্রথম এগিয়ে যায় সফরকারী টটেনহ্যাম হটস্পার। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি। এছাড়া এদিন একটি করে গোল করেছেন সন হিউং মিন এবং অধিনায়ক হ্যারি কেন। ইংলিশ প্রিমিয়ার লীগে মঙ্গলবার কার্ডিফ সিটির বিপক্ষেও জয় দিয়ে নতুন বছর শুরু করেছে টটেনহ্যাম হটস্পার। সেই ম্যাচের দল থেকে শুক্রবার মোট আটজনকে বদল করে দল সাজান স্পার্শদের কোচ মাউরিসিও পোচেত্তিনো। বড় জয়ে দারুণ খুশি কোচ। তিনি বলেন, ‘আমি তো অনেক খুশি। কেননা এই দলটা ঘরের মাঠের চেয়ে এ্যাওয়ে ম্যাচে বেশি ভাল খেলছে। তারা দুর্দান্ত পারফর্ম করছে। এই ম্যাচেও আমাদের অবস্থানটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ছেলেরা। যে কারণে আমি অনেক বেশি খুশি। কেননা এই পার্থক্যটা বুঝিয়ে দিতে পারাটাও কখনও কখনও গুরুত্বপূর্ণ বিষয়।’ গত সপ্তাহে কার্ডিফ সিটির বিপক্ষে ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন হ্যারি কেন। এই গোলের সৌজন্যে রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন টটেনহ্যামের এ ইংলিশ তারকা। ক্যারিয়ারজুড়ে নতুন বছরের প্রথমদিনে এটা তার পঞ্চম গোল। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে বছরের প্রথমদিনে তার বেশি গোল নেই আর কারও। শুধু তাই নয়, কার্ডিফের বিপক্ষে গোল করে আরও একটা কীর্তি গড়েছিলেন হ্যারি কেন। ইংলিশ প্রিমিয়ার লীগে মুখোমুখি হওয়া সবকটি দলের বিপক্ষেই গোল করার রেকর্ড গড়েন তিনি। এর আগে ২৭ দলের বিপক্ষে গোল করলেও কার্ডিফ সিটির জাল যেন খুঁজে পাচ্ছিলেন না তিনি। চতুর্থবারের প্রচেষ্টায় কার্ডিফ সিটির বিপক্ষে পেলেন প্রথম গোল। লীগের ৪৫ এ্যাওয়ে ম্যাচে এটা হ্যারি কেনের ৪২তম গোল। এদিকে ম্যানচেস্টার সিটির সেরা তারকা সার্জিও এ্যাগুয়েরোও নিজেকে নিয়মিত প্রমাণ করে চলেছেন। নতুন বছরের শুরতেও তার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন ম্যানসিটির এই আর্জেন্টাইন স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লীগে অপরাজেয় লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতার প্রথম গোলটি করেছিলেন এাগুয়েরো। লিভারপুলের বিপক্ষে গোলের সৌজন্যেই নতুন এক রেকর্ড গড়েন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে চতুর্থ ফুটবলার হিসেবে টানা আট মৌসুমে ১০ কিংবা তারও বেশি গোলের রেকর্ড গড়েন এ্যাগুয়েরো। তার আগে এই রেকর্ড গড়া তিনজন হলেন ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনি (১১), ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (১০) ও ফ্রান্সের থিয়েরি অঁরি (৮)।
×