ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় কোচিং সেন্টার পরিচালকের কারাদণ্ড

প্রকাশিত: ০৭:০৬, ৬ জানুয়ারি ২০১৯

কুষ্টিয়ায় কোচিং সেন্টার পরিচালকের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ জানুয়ারি ॥ কুষ্টিয়ায় কোচিং সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ও ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় মিরপুর উপজেলার থানা সড়কে অবস্থিত ‘ক্রিয়েটিভ কোচিং সেন্টার’-এর পরিচালক আব্দুল মালেককে (২৮) এই দ- প্রদান করা হয়। জানা যায়, মিরপুর থানা গেটের বিপরীতে অবস্থিত পরিচয় কিন্ডার গার্টেন নামের একটি শিশু শিক্ষা স্কুলের কক্ষে পরিচালিত ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পরিচালক কুষ্টিয়া শহরের মজমপুরের বাসিন্দা মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেকের বিরুদ্ধে কিছুদিন ধরে অসামাজিক কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগ ছিল। শুক্রবার বিকেলে ওই কোচিং সেন্টারের অন্য সব শিক্ষার্থীদের বিদায় দিয়ে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে জোরপূর্বক অসামাজিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টাকালে স্থানীয়রা আব্দুল মালেককে হাতে-নাতে ধরে পুলিশে সৌপর্দ করে।
×