ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ ভাগ অপসারণ’

প্রকাশিত: ০৭:০২, ৬ জানুয়ারি ২০১৯

‘নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ ভাগ অপসারণ’

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে নির্বাচনী ব্যানার পোস্টার এবং ফেস্টুনসহ নির্বাচনী প্রচার সামগ্রীর ৯৫ ভাগ অপসারণ করা হয়েছে। বাকি শুধু নির্বাচনী ক্যাম্পগুলো। রাজধানীর ফুটপাথ দখল করে নির্মিত এসব অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলো খুব দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় অস্থায়ী নির্বাচনী ক্যাম্প অপসারণ কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে। মেয়র বলেন, এর আগে আমরা সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছিলাম। তারাও চেষ্টা করেছেন। এরপরেও যদি কোথাও নির্বাচনী প্রচার সামগ্রী দেখতে পান তাহলে আমাদের কর্মকর্তা কিংবা সরাসরি আমাকে অবহিত করবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।
×