ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনে বন্ধ হয়ে যাচ্ছে এ্যাপভিত্তিক সাইকেল প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৭:০০, ৬ জানুয়ারি ২০১৯

চীনে বন্ধ হয়ে যাচ্ছে এ্যাপভিত্তিক সাইকেল প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ এ্যাপভিত্তিক শেয়ারিং বাইসাইকেল পদ্ধতি এখন অনেকটাই ফিকে হয়ে আসছে চীনে। অতিরিক্ত স্টার্টআপ প্রতিষ্ঠান, ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা অর্থের লোপাট সবকিছুই যেন জেঁকে ধরেছে এ খাতকে। তাই তো একে একে বন্ধ হয়ে যাচ্ছে এ ধরনের সেবা প্রতিষ্ঠান। রাস্তার পাশের ভাগাড় কিংবা জমে থাকা ময়লার মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাইসাইকেলের নানা অংশ। এক সময় বেজিংয়ের রাস্তায় দাপিয়ে বেড়ানো বাইসাইকেলগুলোর এখনকার ঠিকানা বাড়ির উঠান কিংবা ময়লার স্তূপ। আধুনিকতার ছোঁয়ায় স্টার্টআপ বাইসাইকেল প্রতিষ্ঠানগুলো বেজিংয়ে যাত্রা শুরু করে। ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে অর্থ লগ্নিতে। কিন্তু নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। ট্রাফিক নিয়ম ভঙ্গের প্রতিযোগিতা নিত্যদিনের বিষয়। ফলে হারিয়ে যায় বাজার। আগ্রহ হারাতে শুরু করে অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানগুলোও। বিপাকে পড়ে স্টার্ট আপ থেকে জায়ান্টে রূপ নেয়া ওফো কিংবা মোবাইকের মতো প্রতিষ্ঠান।
×