ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলকাতা বিমানবন্দরের মাধ্যমে ইউরোপে পণ্য রফতানি

প্রকাশিত: ০৬:৫৯, ৬ জানুয়ারি ২০১৯

কলকাতা বিমানবন্দরের মাধ্যমে ইউরোপে পণ্য রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ কার্গো (মালবাহী) প্লেনের মাধ্যমে কলকাতা বিমানবন্দর থেকে প্রথমবারের মতো বাংলাদেশের পণ্য পাঠানো হয়েছে। বেনাপোল বন্দর সীমান্ত দিয়ে এসব পণ্য কলকাতা বিমানবন্দর হয়ে যাচ্ছে ইউরোপের বাজারে। দিল্লীর বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জানুয়ারি কলকাতা বিমানবন্দর থেকে বাংলাদেশের পণ্য নিয়ে কার্গো প্লেন ছেড়ে গেছে। ইএফএল (এক্সপো ফ্রিট লিমিটেড) কোম্পানির মাধ্যমে ক্রস সীমান্ত দিয়ে এই প্রথমবার ল্যান্ড-এয়ার ট্রান্সশিপমেন্ট চালু হলো। উভয় দেশের মধ্যে এ ধরনের মালবাহী ট্রান্সশিপমেন্ট পরিচালনা করার জন্য ইএফএল কোম্পানি সহায়তা দিয়েছে। বাংলাদেশী পণ্যবাহী ট্রাকগুলো ৪.১ টন ওজনের মালামাল বহন করে বেনাপোল (বাংলাদেশ)-পেট্রাপোল (ভারত) সীমান্তে ভারতীয় ট্রাকগুলোতে স্থানান্তরিত করে। সেখান থেকে জিপিএস সক্রিয় ট্রাকের মাধ্যমে মালামাল কলকাতা বিমানবন্দরে স্থানান্তরিত হয়। শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ইউরোপে পৌঁছানোর জন্য মালবাহী প্লেনে ওঠানো হয়। পরীক্ষামূলকভাবে এ উদ্যোগের মাধ্যমে কলকাতায় অভ্যন্তরীণ ও বহির্গামী বিমান পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্টের দুয়ার খুলল। সুদ মওকুফের সময় বাড়াল আইসিবি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগ হিসাবগুলোর পুনর্বাসনের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সর্বোচ্চ শতভাগ সুদ মওকুফের সময় সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি আইসিবি’র পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। জানা যায়, পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সুদ মওকুফের সময়সীমা আগামী ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত বাড়ানো হয়েছে। ক্ষতিগ্রস্তরা কিছু শর্ত পালন স্বাপেক্ষে সুদের সর্বোচ্চ শতভাগ মওকুফ পাবেন।
×