ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ইতিবাচক প্রবণতায় বছর শুরু শেয়ারবাজারে

প্রকাশিত: ০৬:৫৪, ৬ জানুয়ারি ২০১৯

ইতিবাচক প্রবণতায় বছর শুরু শেয়ারবাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বেশ ইতিবাচক ধারায় শুরু হয়েছে নতুন সপ্তাহ। আলোচিত সপ্তাহে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে ৭৫ দশমিক ১৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৫১ কোটি টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ১ হাজার ৫০৯ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা। এই হিসেবে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫১৩ কোটি ৯০ টাকা বা ৩১ দশমিক ৩৮ শতাংশ। তবে গত সপ্তাহে নির্বাচন ও ব্যাংক হলিডের ছুটির কারণে লেনদেন ২দিন বন্ধ ছিল। লেনদেন হয়েছে ৩ দিন। অন্যদিকে আগের সপ্তাহে বড় দিনের ছুটির কারণে লেনদেন হয়েছিল ৪ দিন। এ হিসেবে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৭১৭ কোটি ১৮ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৪০৯ কোটি ৪১ লাখ টাকা। এ হিসেবে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৭৫ দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহের মতো গত সপ্তাহেও ডিএসইতে সব মূল্যসূচক বেড়েছে। ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স বেড়েছে ২০৪ দশমিক ৮৩ পয়েন্ট। আগের সপ্তাহে তা ১২০ দশমিক ৩২ পয়েন্ট। সপ্তাহ শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৫ দশমিক ৬৪ পয়েন্ট। ডিএসইতে গত সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২৩.৫১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেএমআইসিরিঞ্জ এ্যান্ড মেডিকেল ডিভাইসেসের ২২.৪৭ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২১.৮৮ শতাংশ, সিভিও পেট্রোক্যামিকেলের ১৯.২২ শতাংশ, এমএল ডাইংয়ের ১৬.৮৪ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালসের ১৫.৯৫ শতাংশ, ডরিন পাওয়ারের ১৫.৫২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১৪.৮৬ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১৪.১৩ শতাংশ এবং কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১৩.৭৯ শতাংশ বেড়েছে। একইভাবে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৫.৩২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি দর পতনের শীর্ষ স্থান দখল করেছে। ডিএসইতে দর হারানোর তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে- এআইবিএল ফার্স্ট ইসলামিক ফান্ডের ৪.৯৪ শতাংশ, যমুনা অয়েলের ৪.৩০ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ, গ্লাক্সোস্মিথক্লিন বাংলাদেশ লিমিটেডের ৩.৫৭ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.২৫ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.০৩ শতাংশ, ব্্িরটিশ আমেরিকান টোবাকোর ২.৫৯ শতাংশ, সানলাইফ ইস্যুরেন্সের ২.৫৩ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৪২ শতাংশ শেয়ার দর কমেছে।
×