ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যোগীর নির্দেশ

প্রকাশিত: ০৬:৫৩, ৬ জানুয়ারি ২০১৯

যোগীর নির্দেশ

ভারতের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হচ্ছে উত্তর প্রদেশ। এই রাজ্যের শাসনক্ষমতায় এখন বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ এই রাজ্যের বহু ঐতিহাসিক স্থানের নাম বদলে দিয়েছেন। বন্ধ করেছেন গোহত্যা, গোব্যবসা। রক্ষা করছেন গরু। তিনি এবার রাজ্যজুড়ে ভবঘুরে গরু-ছাগলের জন্য আশ্রয়কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছেন -টাইম নাউ ২৭৮ কেজির ব্লুফিন টুনা জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙ্গে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা কিনেছেন। এই প্রজাতির টুনা এখন বিলুপ্তপ্রায়। কিমুরা ‘টুনা সম্রাট’ নামে পরিচিত। ২০১৩ সালে তিনি ১৪ লাখ ডলারে নিলামে টুনা কেনেন। সেটিও ছিল রেকর্ড দাম -বিবিসি
×