ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজায় ফিলিস্তিনী সরকারের মিডিয়া অফিসে হামলা

প্রকাশিত: ০৬:৫৩, ৬ জানুয়ারি ২০১৯

গাজায় ফিলিস্তিনী সরকারের মিডিয়া অফিসে হামলা

হামাস-শাসিত গাজা ভূণ্ডখণ্ডে ফিলিস্তিনী কর্তৃপক্ষ মিডিয়ার প্রধান দফতরে শুক্রবার হামলা ও ভাংচুর চালিয়েছে সশস্ত্র কয়েকজন। স্টেশন স্টাফ এ কথা বলেছেন। খবর এএফপির। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি যদিও স্টেশন স্টাফ ও ফিলিস্তিনী কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তারা বলেছেন, ঘটনার জন্য হামাস দায়ী। পিএয়ের সংবাদ সংস্থা ডব্লিউএএফএ বলেছে, সশস্ত্র ৫ জন গাজা সিটিতে প্যালেস্টিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে অতর্কিত প্রবেশ করে কর্মীদের ওপর হামলা চালায় এবং যন্ত্রপাতি ধ্বংস করে। বেতার সম্প্রচার কেন্দ্রে এক স্টাফার বলেন, সশস্ত্র লোকেরা অফিসের দরজা ভেঙ্গে ফেলে এবং ক্যামেরা, যন্ত্রপাতি, আসবাবপত্র ও সম্প্রচার-যন্ত্রপাতিসহ প্রধান স্টুডিও সম্পূর্ণভাবে ধ্বংস করে। এএফপির সংবাদদাতা দেখতে পান যে, বেশ কয়েকটি ভিডিও ক্যামেরা ও কম্পিউটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পিএয়ের এ মিডিয়া বিষয়ক জেনারেল সুপারভাইজার আহমেদ আসাফ এক বিবৃতিতে বলেছেন, এ সম্প্রচার কেন্দ্রে প্রধান দফতরে ভংচুর ও ধ্বংসযজ্ঞ অপরাধের জন্য আমরা সম্পূর্ণভাবে হামাস কর্তৃপক্ষকে দায়ী করছি।
×