ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সমর্থন চাই ॥ সাই

প্রকাশিত: ০৬:৫১, ৬ জানুয়ারি ২০১৯

গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সমর্থন চাই ॥ সাই

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন নতুন করে চীনের হুমকির সম্মুখীন স্বশাসিত দ্বীপটির গণতন্ত্র ও জীবনাচার রক্ষার জন্য শনিবার আন্তর্জাতিক সমর্থন প্রদানের আহ্বান জানিয়েছেন। খবর ওয়েবসাইটের। তাইওয়ান চীনের অংশ এ বাস্তবতা কেউ পরিবর্তন করতে পারে না এবং তাইওয়ান প্রণালীর উভয় অংশের জনগণের উচিত পুনরেকত্রীকরণের চেষ্টা চালানো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলার কয়েকদিন পর সাই এ আহ্বান জানালেন। তাইওয়ান নিয়ন্ত্রণের জন্য চীন শক্তি প্রয়োগের যে হুমকি দিয়েছে তার উল্লেখ করে সাই তাইপেতে সাংবাদিকদের বলেন, আমাদের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেবে এবং আমাদের প্রতি সমর্থন ও সহযোগিতা দেবে। তিনি বলেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় হুমকির অধীন কোন গণতান্ত্রিক দেশের প্রতি সমর্থন প্রদান না করে তা হলে আমরা প্রশ্ন রাখতে পারি, পরবর্তীতে কোন্ দেশটি এমন অবস্থায় পড়তে পারে? তাইওয়ান চীনের অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং বেজিংয়ের দাবি দ্বীপটি এর পবিত্র ভূখ-। সাই স্বাধীনতাপন্থী ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে শি জিনপিং এ গণতান্ত্রিক দ্বীপটির ওপর চাপ প্রয়োগ বাড়িয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট শি বুধবার বলেছেন, তাইওয়ানকে চীনের নিয়ন্ত্রণে আনার শক্তি প্রয়োগের অধিকার চীন সংরক্ষণ করে। কিন্তু তারা শান্তিপূর্ণ উপায়ে দ্বীপটির পুনরেকত্রীকরণের চেষ্টা করবে। এর জবাবে সাই বলেছেন, তাইওয়ান চীনের সঙ্গে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ রাজনৈতিক পদ্ধতি মেনে নেবে না। তিনি জোর দিয়ে বলেছেন, প্রণালীর সকল এপার-ওপার বিষয়ক আলোচনা সরকারের সঙ্গে সরকার ভিত্তিতে হওয়া প্রয়োজন। সাই শনিবার চীনের প্রতি এ আহ্বানও জানিয়েছেন যে, তাওয়ানীরা কী ভাবছে তা চীনকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে এবং তিনি বলেন, রাজনৈতিক শক্তি প্রয়োগের ভীতি প্রদর্শনের মতো কাজ এপার-ওপার সম্পর্কে কোন সহায়ক ভূমিকা রাখবে না।
×