ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেরেমি হান্টের হুঁশিয়ারি

দূতাবাস কর্মী আটক ॥ ব্রিটেন-রাশিয়া সম্পর্কে অবনতি

প্রকাশিত: ০৬:৫০, ৬ জানুয়ারি ২০১৯

দূতাবাস কর্মী আটক ॥ ব্রিটেন-রাশিয়া সম্পর্কে অবনতি

মস্কোয় ব্রিটেনের দূতাবাসে স্টাফকে আটককে কেন্দ্র করে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে সম্পর্কে অবনতি ঘটেছে। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছেন, কাউকে যেন ‘কূটনৈতিক জিম্মি’ করা না হয়। তিনি বলেন, সাবেক ওই মার্কিন মেরিনকে কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব দেয়া হয়েছে। ইন্ডেপেন্ডেন্ট। রুশ গণমাধ্যম জানিয়েছে, আটক ব্রিটিশ দূতাবাসের স্টাফ কূটনৈতিক সহযোগিতা পাওয়ার অনুরোধ করেছে। ব্রিটিশ দূতাবাসের স্টাফ পল হোয়েলানকে কয়েকদিন আগে মস্কোয় আটক করা হয। প্রাথমিকভাবে ধারণা করা হয় তিনি মার্কিন নাগরিক। পরে জানা যায় তার আইরিশ নাগরিকত্বও রয়েছে। হান্ট সিঙ্গাপুর সফরকালে স্কাই নিউজকে বলেন, ‘কূটনৈতিক সুবিধা আদায়ের জন্য সাধারণ মানুষকে পণবন্দী করা উচিত নয়। এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয় এবং এসব অভিযোগের কোন ভিত্তি আছে কি না। তাকে যত ধরনের সহযোগিতা দেয়া সম্ভব সব করতে আমরা প্রস্তুত। আমরা সাধরণ নাগরিকদের কূটনীতির ঘুঁটি হিসেবে ব্যবহারের ঘোর বিরোধী। এটি কেবল তার জন্য নয় বরং তার পরিবারের জন্যও অত্যন্ত উদ্বেগের একটি খবর।’ হোয়েলানের একাধিক দেশের নাগরিকত্ব থাকার খবরটি বৃহস্পতিবার প্রকাশিত হয়। এটি জানাজানি হওয়ার পর মামলাটি আরও জটিল হয়েছে। ব্রিটেন ও রাশিয়ার মধ্যে সম্পর্কেও বেড়েছে জটিলতা। হান্ট বলেন, যুক্তরাষ্ট্রও এ মামলার সঙ্গে জড়িয়েছে। কারণ আটক ব্যক্তি একই সঙ্গে ব্রিটিশ ও মার্কিন নাগরিক। প্রায় এক বছর ধরে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে সম্পর্কে সম্পর্ক তিক্ত হয়েছে।
×