ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাইকেলের ধাক্কায় ভাঙল গাড়ি

প্রকাশিত: ০৬:২৩, ৬ জানুয়ারি ২০১৯

সাইকেলের ধাক্কায় ভাঙল গাড়ি

প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল ভেঙে যাওয়া খুবই স্বাভাবিক। যদি বলা হয় যে বাইসাইকেলের ধাক্কায় প্রাাইভেটকার ভেঙ্গে গেছে, তাহলে কেউই হয়তো বিশ্বাস করবেন না। তবে অবিশ্বাস্য হলে সত্য এমন ঘটনাই ঘটেছে দক্ষিণ চীনের শেনজেন প্রদেশে। আর এ ঘটনার ছবি দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা গেছে, একটি সাইকেলের আঘাতে প্রাইভেটকারের সামনের বাম্পার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাস্তার উল্টো দিকে সাইকেল চালাচ্ছিলেন চালক। এ সময় চলন্ত একটি প্রাইভেটকারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেলের কোন ক্ষতি না হলেও প্রাইভেটকারটির সামনের বাম্পার ভেঙ্গে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছে স্থানীয় পুলিশ। অন্যদিকে এ ঘটনায় নেট দুনিয়ায় হাসি-ঠাট্টা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মজা করে লিখেছেন, নকিয়া এবার সাইকেলও তৈরি করছে? তবে বেশিরভাগ ব্যবহারকারীরই মন্তব্য এ সাইকেলটি আমার চাই।-এনডিটিভি অবলম্বনে।
×