ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ কাজী রবিউল হক আর নেই

প্রকাশিত: ০৬:১৬, ৬ জানুয়ারি ২০১৯

যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ কাজী রবিউল হক আর নেই

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ডাঃ কাজী রবিউল হক (৭৯) আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার দুপুরে ঢাকার বারডেমে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাদ এশা ঢাকার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে। ডাঃ কাজী রবিউল হকের ছেলে কাজী বর্ণ উত্তম বিষয়টি নিশ্চিত করেছেন। ডাঃ কাজী রবিউল হক ১৯৪১ সালের ১ জুন মাগুরায় নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈত্রিক বাসস্থান ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার উমেদপুর গ্রামে। ৬০-এর দশকের শেষের দিকে বাবা কাজী এলহামুল হকের চাকরি সূত্রে যশোরের ৪৮ অম্বিকা বসু লেনের ‘আঁকাবাঁকা’ বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মা মরহুমা নুরুন নাহার বেগম। তিনি দুই সন্তানের জনক। তিনি উদীচী যশোরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদ ও যশোর জেলা সংসদের উপদেষ্টাম-লীর সদস্য ছিলেন। তিনি কমরেড মনিসিংহ-ফরহাদ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান জানিয়েছেন, শনিবার (আজ) এশা বাদ ঢাকার মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতে ঢাকা থেকে রওনা হয়ে যশোর অম্বিকা বসু লেনের তার পৈত্রিক বাড়ি ‘আঁকাবাঁকা’ ভবনে রাখা হবে। রবিবার সকাল ১১টায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য উদীচী যশোর কার্যালয়ে মরদেহ রাখা হবে। জোহর বাদ যশোর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কারবালা কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
×