ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

প্রকাশিত: ০৬:১৫, ৬ জানুয়ারি ২০১৯

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৫ জানুয়ারি ॥ রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলা সদরের বাবু পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (লারমা) গ্রুপের বসু চাকমা (৪০) নামে এক কর্মী নিহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। পুলিশ জানায়, নিহত বসু চাকমা শুক্রবার রাতে থাকার জন্য জ্যোতি প্রভা চাকমা নামে একজনের বাড়িতে অবস্থানকালে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত গুলি চালায়। এতে বসু চাকমা ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি বন্দুকের গুলি, দুটি পিস্তলের গুলি ও নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বাঘাইছড়ি (জেএসএস) এমএন লারমা গ্রুপের সভাপতি সুরেশ চাকমা বলেন, জেএসএস (সন্তু) গ্রুপের সন্ত্রাসীরা আমার দলের বসু চাকমাকে ভাত খাওয়া অবস্থায় গুলি করে হত্যা করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। এদিকে জেএসএস (সন্তু) গ্রুপের তথ্য ও প্রচার সম্পাদক দয়াসিন্দু চাকমা এই অভিযোগ অস্বীকার করে বলেন, এম এন লারমা গ্রুপের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। তাদের দলীয় কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।
×