ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে জাপান, চীনা কমিউনিস্ট পার্টি ও পাকিস্তানের অভিনন্দন

প্রকাশিত: ০৬:১১, ৬ জানুয়ারি ২০১৯

শেখ হাসিনাকে জাপান, চীনা কমিউনিস্ট পার্টি ও পাকিস্তানের অভিনন্দন

জনকণ্ঠ ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচদিন পর ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাপান। স্থানীয় সময় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সচিব তাকাশি ওসুগা। ইংরেজী ও জাপানী ভাষায় দেয়া এ বিবৃতিতে তিনি বলেন, ‘৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল ৩১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। আমরা স্বাগত জানাই যে, বাংলাদেশের সব প্রধান দলের অংশগ্রহণে নির্বাচনে জনগণ তাদের প্রকৃত রায় দিতে পেরেছেন।’ স্বাধীনতাপরবর্তী সময়ে জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘জাপান আশা করে যে বাংলাদেশ গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে। আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জাপান তাদের সহযোগিতা চালিয়ে যাবে।’ ভোটের দিনে রাজনৈতিক সহিংসতার বিষয়ে জাপান সরকার অবহিত রয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। চীনের কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা ॥ কমিউনিস্ট পার্টি অব চায়না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এমন একটি চিঠি পেয়েছে বলে জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। চিঠিতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে সিপিসি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। সিপিসির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক দিক নির্দেশনা সম্পর্ক চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন-বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সিপিসি সহযোগিতার হাত বাড়াতে সর্বদা প্রস্তুত আছে। যাতে পারস্পরিক শ্রদ্ধা ও আদান-প্রদানের সম্পর্ক প্রসারিত হয়ে চীন-বাংলাদেশের সম্পর্ক আরও অনেক উচ্চতায় যেতে পারে। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ২৯৮টি আসনের ২৫৯টি পেয়েছে আওয়ামী লীগ। এইচ এম এরশাদের জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। ওয়ার্কার্স পার্টি ৩টি আসন পেয়েছে। জাসদ পেয়েছে ২টি আসন। বিকল্পধারা ২টি আসন পেয়েছে। গণফোরাম পেয়েছে ২টি আসন। তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন। এমনকি মহাজোটের শরিকদের জয়লাভ করা আসনসহ আওয়ামী লীগের নেতৃত্বে জিতে আসা মোট আসন সংখ্যা ২৮৮টি। স্বাগত জানাল পাকিস্তান ॥ বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বিজয়ী জোটকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ও আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। -খবর ওয়েবসাইটের। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি নতুন সরকারের সঙ্গে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে। ‘১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ যোগ করেন তিনি। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বৃহস্পতিবার বিরোধী জোট বাদে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় সবাই শপথগ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সোমবার নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনের আগে বিরোধী রাজনীতিকদের সঙ্গে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইর এজেন্টদের যোগসাজশ থাকার অভিযোগ ওঠে। ঢাকা ও লন্ডনে তাদের একাধিক বৈঠকেরও অভিযোগ উঠেছে। তবে উভয় পক্ষ সেগুলোকে অস্বীকার করেছে। ডি-৮ মহাসচিবের অভিনন্দন ॥ উন্নয়নশীল-৮ (ডি-৮)-এর মহাসচিব দাতো কু জাফর কু শারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, আমি নিশ্চিত যে, এই ঐতিহাসিক ও বিপুল বিজয় শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশের পথ সুগম করবে। ডি-৮ হলো বাংলাদেশ, মিসর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্ক এই ৮টি দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য গঠিত সংস্থা। শারি বলেন, ডি-৮ সচিবালয়ে আমরা একই চেতনা লালন করি এবং এই নির্বাচনের ফল উদযাপনে বাংলাদেশের জনগণের সঙ্গে শামিল হচ্ছি। এই সুনিশ্চিত বিজয় একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী অবস্থান ও অধিকতর দৃঢ় ভূমিকা পালনের জন্য বাংলাদেশের জনগণের আকাক্সক্ষার প্রতিফলন। তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের সকল স্তরে বাংলাদেশকে উৎকর্ষতার নতুন উচ্চতায় নিয়ে যাবে। সুদানের প্রধানমন্ত্রীর অভিনন্দন ॥ সুদানের প্রধানমন্ত্রী মুতাজ মুসা আব্দাল্লা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আমি অতীব সম্মানিত বোধ করছি। সুদানের প্রধানমন্ত্রী দুদেশের জনগণের মধ্যকার সুসম্পর্ক উন্নয়ন ও জোরদারে তার দেশের অব্যাহত অঙ্গীকার নিশ্চিত করেন।
×