ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্স ৯৮ রানেই শেষ

প্রকাশিত: ২১:২৫, ৫ জানুয়ারি ২০১৯

বিপিএলের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্স ৯৮ রানেই শেষ

অনলাইন ডেস্ক ॥ চ্যাম্পিয়ন হিসেবে বিপিএলের ষষ্ঠ আসরে নেমেছে রংপুর রাইডার্স। দারুণ শুরুর প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। যেখানে বড় এক ধাক্কাই খেয়েছে মাশরাফি বিন মুর্তজারা। চিটাগং ভাইকিংস বোলারদের সামনে রংপুরের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার দৃশ্যই দেখা গেছে এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে রংপুরের সংগ্রহ ৭ উইকেটে ৪৪ রান। ৩৫ রান তুলতেই হারায় তারা ৭ উইকেট। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুরের হয়ে কেবল রবি বোপারা পেরেছেন সংগ্রহকে দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে। একপ্রান্ত আগলে রেখে রান বাড়িয়ে নিচ্ছিলেন তিনি। তাছাড়া সবাই ছিলেন আসা-যাওয়ায় ব্যস্ত। মাঠে আসতে না আসতেই অ্যালেক্স হেলস (০), মোহাম্মদ মিঠুন (০) রাইলি রোসো (৭), মেহেদী মারুফকে (১) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন চিটাগং বোলাররা। বল হাতে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন রবি ফ্রাইলিঙ্ক। ৪ ওভারে ১৪ রান খরচায় তার শিকার ৪ উইকেট। দলের বিপর্যয়ের সময় ব্যাট হাতে কিছুই করতে পারেননি মাশরাফি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবার মাঠে নেমে করেছেন তিনি ২ রান। ২০ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে রংপুর রাইডার্স করেছে ৯৮ রান। দলের পক্ষে রবি ভোপারা করেছে ৪৪ রান।
×