ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে বই হাতে পেল সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৭:০১, ৫ জানুয়ারি ২০১৯

অবশেষে বই হাতে পেল সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে বই হাতে পেল বগুড়ার সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুপুরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধান শিক্ষক। সেশন ফি দিতে না পারায় বছরের প্রথম দিন বই উৎসবে নতুন বই পায়নি শিক্ষার্থীরা এমন সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। পরে বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদের। তার নির্দেশে সকালে থেকেই বঞ্চিত হওয়া শিক্ষার্থীদের ডেকে বই দেন প্রধান শিক্ষক হাফিজার রহমান। এ সময় স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য ছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, সেশন ফি পরে জমা দেয়ার প্রতিশ্রুতি দিলেও মন গলেনি প্রধান শিক্ষকের। ফলে, দিনভর অপেক্ষার পর খালি হাতে বাড়ি ফেরে কোমলমতি শিশুরা। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক। সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৬শ’।
×