ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন বছরেও নড়বড়ে রিয়াল

প্রকাশিত: ০৫:৪১, ৫ জানুয়ারি ২০১৯

 নতুন বছরেও নড়বড়ে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো দলছুট হয়েছেন গত বছর। এরপর থেকে কিছুতেই প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। ব্যর্থতা ভুলে নতুন বছর ২০১৯ সালে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। কিন্তু বছরের শুরুটাও ভাল হলো না গ্যালাক্টিকোদের। স্প্যানিশ লা লিগায় নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে সান্টিয়াগো সোলারির দল। বৃহস্পতিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। এই ম্যাচের আগে ২০ দলের মধ্যে ১৮তম ছিল ভিয়ারিয়াল। ম্যাচটি ড্র করে একধাপ উন্নতি হয়েছে তাদের। অর্থাৎ ১৭তম স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট এখন ১৭ ম্যাচে ১৬। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারে রিয়াল। ৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। টানা তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পর লম্বা ছুটিতে ছিল রিয়াল। এরপর লা লিগায় মাঠে নেমেই হতাশ হতে হয়েছে তাদের। ঘরের মাঠে শুরুতেই রিয়ালকে চমকে দেন সাবেক আর্সেনাল ফুটবলার সান্টি কাজোরলা। ৬৩৬ দিন ইনজুরির কারণে বিভিন্ন সময়ে মাঠের বাইরে ছিলেন এই স্প্যানিশ ফুটবলার। তার করা গোলেই চতুর্থ মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি রিয়াল। সপ্তম মিনেটে লুকাস ভাসকুয়েজের পাস থেকে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। ১০ মিনিটের ভেতর দুই গোল হওয়া দেখে অনেকেই ধরেই নিয়েছিলেন, হাই গোল স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে এটি। কিন্তু ভিয়ারিয়ালের রক্ষণভাগের দৃঢ়তায় সেটা আর হয়নি। ২০ মিনিটে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের সেট পিস থেকে ফরাসী ডিফেন্ডার রাফায়েল ভারানের হেড রিয়ালকে এগিয়ে দেয়।
×