ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেপটাউনে এগিয়ে দঃ আফ্রিকা

প্রকাশিত: ০৫:৪১, ৫ জানুয়ারি ২০১৯

 কেপটাউনে এগিয়ে দঃ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৭৭ রানে অলআউট করার পর দ্বিতীয়দিন ভালই ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার দ্বিতীয়দিন চা বিরতির পর এ রিপোর্ট লেখার সময় ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৮২ রান। ১ শ’র বেশি রানে এগিয়ে প্রোটিয়ারা। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দারুণ ব্যাটিং করছিলেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ও সতীর্থ টেম্বা বাভুমা। তার আগে ৭৮ রান করে আউট হন ওপেনার এইডেন মার্করাম। সঙ্গী ডিন এলগার ফেরেন ব্যক্তিগত ২০ রানে। ২৪ রান করে আউট হন তারকা ব্যাটসম্যান হাসিম আমলা। পাকিদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তিন পেসার মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও শাহিন শাহ আফ্রিদি। আর প্রথম ইনিংসে তাদের অল্পতে গুড়িয়ে দিতে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন ডেল স্টেইন (৩/৪৮), কাগিসো রাবাদা (২/৩৫) ও আগের টেস্টে জয়ের নায়ক ড্যান অলিভিয়ের (৪/৪৮)। সফরকারীদের একমাত্র হাফ সেঞ্চুরি ইনিংসটি আসে অধিনায়ক সরফরাজ আহমেদের (৫৬) ব্যাট থেকে। উল্লেখ্য, সেঞ্চুরিয়নে ৬ উইকেটের বড় হারে তিন টেস্টের সিরিজে ১-০তে পিছিয়ে আছে সফরকারী পাকিস্তান। দলটি নিজেদের টেস্ট ইতিহাসে কখনই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় করতে পারেনি। এবারও কী সেই পথেই হাঁটছে সরফরাজ আহমেদের দল।
×