ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আশরাফুলের নতুন শুরু আজ!

প্রকাশিত: ০৫:৪০, ৫ জানুয়ারি ২০১৯

 আশরাফুলের নতুন শুরু আজ!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেটের প্রথম বিশ্বমানের তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে। কিন্তু একটি ভুলের ফাঁদে পা দিয়ে ছিটকে গেছেন আন্তর্জাতিক পরিম-ল থেকে। এমনকি গত ৫ বছর মোহাম্মদ আশরাফুল খেলতে পারেননি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরগুলোতেও। তবে এবার ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টি২০ আসরে আবার দেখা যাবে তাকে। চিটাগং ভাইকিংসের জার্সিতে প্রায় ৫ বছর ৯ মাস পর আবার বিপিএলে আজ উদ্বোধনী দিনেই খেলতে নামবেন তিনি। দলের উপদেষ্টা মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন আজ গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে থাকবেন আশরাফুল। ফিক্সিংয়ের জন্য ৫ বছর নিষিদ্ধ থাকায় ২০১৩ সালের বিপিএল দ্বিতীয় আসরের পর আর গত তিনটি আসরে দেখা যায়নি তাকে। আশরাফুল নিজে ওই ঘটনার জন্য প্রায়শ্চিত্ত হয়েছে বলে দাবি করেছেন। আর এবার চিটাগংয়ের অধিনায়ক মুশফিকুর রহীম আশা প্রকাশ করেছেন ভাল খেলবেন আশরাফুল। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সময় ফিক্সিংয়ে জড়ান আশরাফুল। ওই বছরের ৩১ মার্চ ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির পর আর টি২০ খেলা হয়নি ডানহাতি এ মারকুটে ব্যাটসম্যানের। নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন তিনি এবং শুরুতে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেও আপীল করে শেষ পর্যন্ত ৫ বছর নিষিদ্ধ ছিলেন। গত বছর আগস্টেই সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। অপেক্ষায় ছিলেন আবার একটি বিপিএল আসরের। প্লেয়ার্স ড্রাফটে তাকে গত ২৮ অক্টোবর দলে টেনে নেয় চিটাগং ভাইকিংস। এখন শুধু মাঠে নামার অপেক্ষা। এ বিষয়ে আশরাফুল বলেন, ‘আমি যে অন্যায় করেছিলাম সে শাস্তি পেয়েছি। সে কারণেই কিন্তু ৫ বছর ৯ মাস বাইরে ছিলাম এই ফরমেটে। আমি অন্যায় স্বীকার করেছি এবং প্রায়শ্চিত্ত পেয়েছি। যেহেতু গত দুই বছর প্রিমিয়ার লীগ, বিসিএল, এনসিএলে মোটামুটি ভাল ক্রিকেট খেলেছি। আমার যারা ভক্ত আছেন তারা অপেক্ষা করছেন আবার জাতীয় দলে ফিরে আসার জন্য। তাদের জন্য হলেও ভাল কিছুর চেষ্টা করব।’ আশরাফুলকে বিপিএলের মঞ্চে দেখে খুশি মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবালও। সাবেক সতীর্থকে মাঠে দেখে জড়িয়ে ধরেছেন তারা। বুক মেলাতে আসছেন তরুণ ক্রিকেটাররাও। তিনি এবার বিপিএলে খেলবেন মুশফিকের নেতৃত্বে। তিনি বললেন, ‘উনি অনেক কষ্ট করছেন। ঘরোয়ায় অন্যান্য পর্যায়ে পারফর্ম করেছেন। আশাকরি ভাল খেলবেন। আর উনি ভাল খেললে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল।’ আজ মিরপুরে টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাবর্তন হতে পারে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের।
×