ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ের আওতায় সাত বাংলাদেশী জুনিয়র শাটলার

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০১৯

 র‌্যাঙ্কিংয়ের আওতায় সাত বাংলাদেশী জুনিয়র শাটলার

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ব্যাডমিন্টন এশিয়া’র তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ১৭-২০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়র’ ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্দান্তভাবে সাফল্য ছিনিয়ে আনে বাংলাদেশের জুনিয়র শাটলাররা। পাঁচটি ইভেন্টের মধ্যে ৩টি ইভেন্টেই স্বর্ণপদক লাভ করে বাংলাদেশের খেলোয়াড়রা। যার ফলশ্রুতিতে সদ্য প্রকাশিত আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে উঠে আসে বাংলাদেশ। আন্তর্জাতিক জুনিয়র র‌্যাঙ্কিংয়ে ৫০তম স্থানে আছে আব্দুল হামিদ লোকমান। এছাড়া আরও আছে এসএম সিবগাত উল্লাহ (৫১), গৌরব সিংহ (৫৭), মঙ্গল সিংহ (৯৪), আকিব সোলায়মান (১৩২), খন্দকার আব্দুস সোয়াদ (১৬৮), মোহাম্মদ হানিফ (১৮৬) এবং রওনক নবী প্রিয় (২০৯)।
×