ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাপ নিয়ে অভ্যস্ত মাশরাফি

প্রকাশিত: ০৫:৩৯, ৫ জানুয়ারি ২০১৯

 চাপ নিয়ে অভ্যস্ত মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ গত আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। গত ৫ আসরের মধ্যে শুধু গত আসরেই পুরোপুরি নির্ভার ছিলেন। কারণ ২০১৫ বিপিএলে নবাগত কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জিতিয়ে সেটা আর ধরে রাখতে পারেননি ২০১৬ সালে। বাকি ৪ আসরেই শিরোপা জয়ী দল হিসেবে তা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে নামতে হয়েছে মাশরাফিকে। এবারও নামতে হবে একই মিশন নিয়ে। এর সঙ্গে যোগ হয়েছে সদ্যই জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া। কিন্তু মাশরাফি জানালেন খেলার মাঠে জনপ্রতিনিধি হওয়ার বিষয়টি মাথায় রাখছেন না এবং বাকি সবাইকেও অনুরোধ জানিয়েছেন যেন তা মাথায় কেউ না রাখে। কিন্তু শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটাকে কোন সমস্যাই মনে করছেন না রাইডার্স অধিনায়ক। এবারও দুর্দান্ত একটি দল গড়েছে রংপুর। তবে টি২০ ফরমেটে দীর্ঘ এক বছর পর খেলবেন মাশরাফি। কারণ আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। সর্বশেষ বিপিএলে খেলেছেন এই ফরমেটে। তাই হুট করে টি২০ ফরমেটে মানিয়ে নেয়া এবং সংসদ সদস্য হওয়ার বিষয়টি নিয়ে খেলায় মনোনিবেশ করাটা বেশ চ্যালেঞ্জেরই হবে মাশরাফির জন্য। তিনি বলেন, ‘না এই রূপান্তরের অংশটা খুব কঠিন। খুব দ্রুত, স্বল্প সময়ের ভেতরে। কিন্তু মানিয়ে নিচ্ছি। আশা করছি আমি খেলোয়াড় হিসেবেই এখানে পরিচিত এবং মাঠেও নামছি খেলোয়াড় হিসেবে, সংসদ সদস্য হিসেবে না। আমি আশা করব আপনারা সবাই আমাকে সেভাবেই দেখবেন। আসলে প্রত্যেকবারই তো এই চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করি যে গত বছর চ্যাম্পিয়ন ছিলাম। শুধু গতবার ছাড়া প্রত্যেকবারই আমার চাপ নিয়ে শুরু হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সবসময়ই আলাদা চাপ থাকে এবং আপনি যে ভাল টিম করে চ্যাম্পিয়ন হবেন এই ফরমেটে এই গ্যারান্টিও থাকে না। আসলে নির্দিষ্ট কোন রেসিপি নেই। যেহেতু অনেক জায়গার খেলোয়াড় আসে, তাই বন্ধনটা জরুরী।’ এবারের দলটাও দুর্দান্ত গড়েছে রংপুর। দেশী-বিদেশী মিলিয়ে আবার শিরোপা জেতার আশাই করছেন মাশরাফি, ‘এবার আমাদের দলটা ভাল, ভারসাম্যপূর্ণ। বোলিং বিভাগটা একটু ঠিক রাখতে হবে। এখনও সব খেলোয়াড় আসেনি। আগেরবার চ্যাম্পিয়ন হয়েছি এটার একটা প্রত্যাশা তো আছে কিন্তু আগেরবার থেকে দল আরও ভাল আমার কাছে মনে হয়। আত্মবিশ্বাস তো থাকতেই হবে খেলার জন্য। কিন্তু মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার তো প্রশ্নই আসে না।’ দলের ডেথ ওভারে বোলিংয়ের জন্য কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। নিজেকেও এক বছর পর টি২০ ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হচ্ছে মাশরাফিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘টুর্নামেন্টে রান করতে করতে হয়তো বা একটা সময় সবকিছু ঠিকঠাক হয়ে আসতে পারব। প্রাথমিকভাবে ফরহাদ রেজা আছে, শফিউল আছে, আমি আছি। আরও হয়তো এক দুইজন বিদেশী খেলোয়াড় আসবে তাদের দিয়ে চালাতে হবে। একটা দলের সব বিভাগই শক্তিশালী করা কঠিন।’ দলের সমন্বয় অনুসারে বোলিংয়ে স্থানীয়দের ওপর এবং ব্যাটিংয়ে বিদেশীদের ওপর আস্থা রাখতে হবে রংপুরকে। কারণ এই দলে আছেন ক্রিস গেইল, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্সদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের দল সে রকমই। তারপরও কিছু অলরাউন্ডার আছে আমাদের দলে। আমি আগেও বললাম, হয়তো সবার জন্যই টুর্নামেন্ট খুব আনন্দের হবে না। প্রথম ম্যাচ সবদলের জন্যই খুব জরুরী। এই ফরমেটের ক্রিকেটে এক দুইজন ক্রিকেটার ম্যাচ বদলে দেয়। একই সঙ্গে বলব, যে সাতটা দল আছে, হয়তোবা ১৯-২০ আরকি। খুব বড় পার্থক্য পাওয়া খুব কঠিন। আমার কাছে মনে হয় টুর্নামেন্টে ভাল খেলা হবে। হয়তো বলতে পারেন এক সপ্তাহ সময় হলে হয়তো ভাল হতো। এখন এইভাবেই মানিয়ে নিতে হবে।’
×