ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচী স্থগিত ছাত্রলীগের

প্রকাশিত: ০৫:২৯, ৫ জানুয়ারি ২০১৯

 সৈয়দ আশরাফের মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচী স্থগিত ছাত্রলীগের

বিশ্বাবদ্যালয় রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচী স্থগিত করেছে ছাত্রলীগ। আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে জাতি আজ গভীর শোকে আচ্ছন্ন। মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সকল কর্মসূচী স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে শুক্রবার বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশনা দেয়া হয়। প্রসঙ্গত, ৪ জানুয়ারি ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচী আয়োজন করেছিল ছাত্রসংগঠনটি। কিন্তু বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফের মরদেহ দেশে আনা হবে। সৈয়দ আশরাফের রাজনীতিতে হাতেখড়ি ছাত্রলীগের মাধ্যমেই।
×