ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাধ্যের মধ্যে প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে চায় ইইউবি

প্রকাশিত: ০৫:২৯, ৫ জানুয়ারি ২০১৯

 সাধ্যের মধ্যে প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে চায় ইইউবি

স্টাফ রিপোর্টার ॥ সকলের সাধ্যের মধ্যে প্রকৌশল শিক্ষা নিশ্চিত করতে চায় বেসরকারী ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)। শুক্রবার প্রতিষ্ঠানটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বসন্তকালীন শিক্ষাবর্ষের উদ্বোধন অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করে উপাচার্য অধ্যাপক ড. মকবুল আহমেদ খান বলেছেন. বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৪০ ভাগই প্রকৌশল বিভাগের। যা অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর কাছাকাছি। রাজধানীর গাবতলীর নিজস্ব ক্যাম্পাসের মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯তম ব্যাচের ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ৫ শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর মোঃ আলিম দাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেজিস্ট্রার ও সাবেক রাষ্ট্রদূত এ এফএম গোলাম হোসেন, বিজনেস বিভাগের প্রধান ড. ফারজানা আলমসহ বিভাগীয় প্রধানরা। উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান বলেছেন, বেসরকারী খাতে দেশের অবকাঠামো উন্নয়নে তথা প্রকৌশলখাতে ইইউবির শিক্ষার্থীরা অনন্য অবদান রাখবে, নেতৃত্ব দেবে। এই বিশ^বিদ্যালয়টি সকলের সাধ্যের মধ্যে শুধু উচ্চ শিক্ষা লাভের সুযোগই নয়, লব্ধজ্ঞানের ভিত্তিতে চাকরির ব্যবস্থাও নিশ্চিত করছে। দেশোপযোগী প্রকৌশলী গড়ে তোলার আকাক্সক্ষা নিয়ে কাজ করছে ইইউবি। আগামী দিনে এই শিক্ষালয়ে লাখো শিক্ষার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন ভিসি।
×