ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের মশকরার নিন্দা করল ভারত

প্রকাশিত: ০৫:২৮, ৫ জানুয়ারি ২০১৯

 ট্রাম্পের মশকরার নিন্দা করল ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ আফগানিস্তানে ভারতের ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মশকরা করেছেন তার নিন্দা ও সমালোচনা করেছে ভারতের সরকারী ও বিরোধীদল। তারা বলছে, কাবুলের উন্নয়ন-অংশীদার হিসেবে নয়াদিল্লী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। -খবর ইরনার। ভারতের ক্ষমতাসীন বিজেপি দলের মহাসচিব রাম মাধব টুইটার বার্তায় বলেন, ‘যদিও ট্রাম্প আফগানিস্তানে অন্যদের সহযোগিতার বিষয়টি খাটো করে দেখছেন তবে তার জানা উচিত, ভারত সেখানে শুধু লাইব্রেরি তৈরি করছে না বরং রাস্তাঘাট, ড্যাম, স্কুল প্রতিষ্ঠা করছে এমনকি সংসদ ভবনও ভারত নির্মাণ করেছে। তিনি বলেন, ‘আমরা জীবনকে সচল করে তুলছি এবং আফগান নাগরিকরা আমাদের ধন্যবাদ দিচ্ছে, সেখানে কে কী বলল তা কিছু আসে যায় না।’ ট্রাম্পের বক্তব্যে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসও প্রতিক্রিয়া দেখিয়েছে। দলটি বলেছে, ‘আফগানিস্তানের বিষয়ে আমেরিকা থেকে নসিহতের কোন প্রয়োজন নেই।’ কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য একদম অগ্রহণযোগ্য। ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিতেও তিনি নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার মার্কিন মন্ত্রিসভার বৈঠকের পর এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মশকরা করে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একবার দেখা হলে তিনি আমাকে বার বার বলছিলেন, তিনি আফগানিস্তানে লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন।’ ট্রাম্প বলেন, ‘আপনারা কী জানেন এটা কী? এটা হচ্ছে এমন কিছু যা আমরা ৫ ঘণ্টায় খরচ করি।’
×