ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাজ করে যাও জীবনে সফল হবেই ॥ বিএসএমএমইউ ভিসি

প্রকাশিত: ০৫:২৭, ৫ জানুয়ারি ২০১৯

  কাজ করে যাও জীবনে  সফল হবেই ॥ বিএসএমএমইউ ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগ থেকে অবসরে গেলেন ওই বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, সার্জারি অনুষদের সাবেক ডিন, দেশের প্রখ্যাত নিউরো সার্জন বিশেষজ্ঞ ও এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বৃহস্পতিবার সি ব্লকে অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া নিউরো সার্জারি বিভাগ থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিভাগের উদ্যোগে একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রকৃতপক্ষে শর্টকাট বলে কিছু নেই। নিউরো সার্জারিতে কথাটি আরও বেশি গুরুত্ব বহন করে। সততা ও নৈতিকতার প্রতি অটুট থেকে অবিরাম কাজ করে যাও, জীবনে সফল হবেই। কাজের ক্ষেত্রে ‘না’ করো না। কর্মজীবনকে উপভোগ্য করে তোল। ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। উপাচার্য গভীর শ্রদ্ধার সঙ্গে তার প্রিয় শিক্ষকদের নাম উল্লেখ করে বলেন, সবার সহযোগিতা ছাড়া জীবনের এই পর্যায়ে পৌঁছতে পারতাম না। তিনি তার বক্তব্যে প্রত্যেকের সৃজনশীল প্রতিভা কাজে লাগানোরও আহ্বান জানান। নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এটিএম মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ডাঃ আখলাক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ সাম্যবাদী দল ও ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, সাবেক উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভী ও উপাচার্য মহোদয়ের সহধর্মিণী সহযোগী অধ্যাপক ডাঃ শিউলী চৌধুরী। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক অধ্যাপক ডাঃ সজল কৃষ্ণ ব্যানার্জী, অধ্যাপক ডাঃ এম আফজাল হোসেন, অধ্যাপক ডাঃ আবুল খায়ের, অধ্যাপক ডাঃ নকুল কুমার দত্ত, অধ্যাপক ডাঃ সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডাঃ আব্দুল জলিল চৌধুরী, অধ্যাপক ডাঃ এ কে এম আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডাঃ চৌধুরী আলী কাওসার, অধ্যাপক ডাঃ আসিফ বরকতউল্লাহ, অধ্যাপক ডাঃ নোমান খালেদ চৌধুরী, অধ্যাপক ডাঃ শেখ সাদের হোসেন, অধ্যাপক ডাঃ সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান জায়গীরদার, কর্নেল ডাঃ আমিনুল ইসলাম, অধ্যাপক ডাঃ দীপিকা বড়ুয়া, নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন, সহযোগী অধ্যাপক ডাঃ মওদুদুল হক, সহযোগী অধ্যাপক ডাঃ ধীমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডাঃ আইয়ুব আনসারী, সহযোগী অধ্যাপক ডাঃ হারাধন দেবনাথ, সহযোগী অধ্যাপক ডাঃ আসিফুর রহমান, সহযোগী অধ্যাপক ডাঃ রেজাউল আমিন, সহযোগী অধ্যাপক ডাঃ কে এম তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান ও মেডিক্যাল অফিসার ডাঃ রবার্ট আহমেদ খান। -বিজ্ঞপ্তি
×