ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রীড়াঙ্গনের ১৩ এমপি

প্রকাশিত: ০৪:৫২, ৫ জানুয়ারি ২০১৯

ক্রীড়াঙ্গনের ১৩ এমপি

স্পোর্টস রিপোর্টার ॥ শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ক্রীড়াঙ্গনের সদস্যরা। বৃহস্পতিবার বেলা এগারোটায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ শপথ নেয়। এতে নেতৃত্ব দেন দলের সভাপতি শেখ হাসিনা। এর আগে একে একে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে আসেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নড়াইল-২ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা শপথ নেন এ সময়। অন্যবারের তুলনায় এবার ক্রীড়াঙ্গন থেকে সর্বাধিক সংখ্যক (১৩ জন) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তাছাড়াও সাবেক বিসিবি এবং আইসিসি সভাপতি আ হ ম মোস্তফা কামাল, সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী, বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী, সাবেক এ্যাথলেট মাহবুব আরা গিনি, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম, চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী, সাবেক ফুটবলার ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাবের সভাপতি গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক। এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত নাম বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। তিনি নৌকা প্রতীকে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জেতেন। বাংলাদেশের অভিষেক টেস্ট দলের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় নির্বাচিত হন মানিকগঞ্জ-১ আসন থেকে। বর্তমান এই সংসদ সদস্য ঘিওর-দৌলতপুর আসন থেকে নির্বাচিত হন। সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসন থেকে নির্বাচনের লড়াইয়ে জেতেন বিপুল ভোটের ব্যবধানে। আরেক সাবেক ফুটবলার একরামুল করিম চৌধুরী এবারও নোয়াখালী-৪ আসন থেকে নির্বাচনে জেতেন। সাবেক এ্যাথলেট মাহবুব আরা গিনি গাইবান্ধা-২ আসনে এবারও লড়াইয়ে জেতেন। দু’জনই আওয়ামী লীগের প্রার্থী। বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসন থেকে সংসদ সদস্য হন। তিনি বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শরিফুল আলমও একজন ক্রীড়া সংগঠক। তিনি ঢাকা মোহামেডানের সাবেক সহ-সভাপতি। কুমিল্লা-১০ আসনে বিসিবির সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল হারিয়েছেন আরেক ক্রীড়া সংগঠক মোহামেডানের গবর্নিং বডির সাবেক সদস্য মনিরুল হক চৌধুরীকে। বিসিবির আরেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবারও আওয়ামী লীগের টিকেটে নির্বাচনের লড়াইয়ে জেতেন ঢাকা-৯ আসন থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ঢাকা আবাহনীর ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে এবারও জেতেন। চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী চট্টগ্রাম-১২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা তৃতীয়বার জয় পেয়েছেন। সাবেক ফুটবলার ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে মহাজোটের প্রার্থী হয়ে জেতেন। বিসিবির সাবেক পরিচালক ও ঢাকা মেরিনার্স ইয়াং ক্লাবের সভাপতি গাজী গোলাম দস্তগীর বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে আবারও নির্বাচনে জয়ী হন। তবে সবার মনে একটাই প্রশ্ন- এই ১৩ জনের মধ্য থেকেই কি কাউকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হিসেবে বেছে নেয়া হবে কি না।
×