ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন রাষ্ট্রদূত মিলারের কাছে ফখরুলের নালিশ

প্রকাশিত: ০৪:৫১, ৫ জানুয়ারি ২০১৯

 মার্কিন রাষ্ট্রদূত  মিলারের কাছে  ফখরুলের  নালিশ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় কর্মরত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে গুলশানে ওই রাষ্ট্রদূতের বাসভবনে গিয়ে তিনি প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বৈঠকের বিষয়ে কোন পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। সূত্র মতে, বৈঠককালে বিএনপি মহাসচিব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে নালিশ করেছেন। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সারা দেশের ধানের শীষের প্রার্থীরা নির্বাচনে কারচুপির বিষয়ে যেসব তথ্য-প্রমাণ দিয়েছেন সেগুলোও মার্কিন রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয়। এ ছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচনে ব্যাপক কারচুপির কারণেই বিএনপি ও তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা মাত্র ৭টি আসন পেয়েছেন যা দলটির ইতিহাসে সবচেয়ে কম। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে ২৮৮ জন বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পীকারের কাছে শপথ নিলেও ভোটের ফল বাতিল করে নির্বাচন কমিশনের কাছে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় এক্যফ্রন্ট। এ জোট থেকে নির্বাচিতরা শপথ নেবেন না বলেও জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া এ জোটের সকল প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন বলেও সিদ্ধান্ত নেয়। তবে আপাতত আন্দোলনের কোন কর্মসূচী দিচ্ছে না বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।
×