ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাতা খেয়ে সিকি শতাব্দী

প্রকাশিত: ০৪:৫০, ৫ জানুয়ারি ২০১৯

 পাতা খেয়ে সিকি শতাব্দী

স্রেফ গাছের পাতা খেয়ে ২৫ বছর বেঁচে আছেন এক পাকিস্তানী। মজার ব্যাপার হলো, দীর্ঘদিন গাছের পাতা খেলেও কোন রকম অসুখে পড়েনটি মেহমুদ বাট। আজ থেকে ২৫ বছর আগে পাঞ্জাবের গুজরানওয়ালা জেলার মেহমুদ বাটের বয়স যখন ২৫, ঠিক তখন থেকেই পাতা ও নরম কাঠ খাওয়া শুরু করেন। সংসারে অতি দারিদ্র্যের কারণে খাবার কিনতে না পেরে পাতা খাওয়া শুরু করেন মেহমুদ। তার দাবি, ভিক্ষা করার চেয়ে পাতা খাওয়া অনেক ভাল। এর থেকেই বটসহ অন্যান্য গাছের পাতা খাওয়া শুরু করেন মেহমুদ। এখন তার সংসারে কষ্ট দূর হলেও পাতা খাওয়া ছাড়েননি তিনি। মেহমুদ বলেন, গাছের পাতা খাওয়া আমার প্রকৃত অভ্যাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন গাছের পাতা খেলেও আজ পর্যন্ত আমাকে ডাক্তারের কাছে যেতে হয়নি। মেহমুদ বাটের প্রতিবেশী গোলাম মাহমুদ বলেন, একজন মানুষ দীর্ঘদিন গাছের পাতা খেয়ে কীভাবে সুস্থ থাকে তা আমার বোধগম্য নয়। তবে তিনি রাস্তার পাশের গাছ নয়, বনের ভেতরে জন্মানো গাছের পাতা সংগ্রহ করে খান। গাছের পাতা খাওয়ায় মেহমুদ বাট এখন এলাকার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। -দি নিউজ ইন্টারন্যাশনাল অবলম্বনে
×