ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় আদিবাসী পরিষদের দাবি

প্রকাশিত: ০৪:২০, ৫ জানুয়ারি ২০১৯

 জাতীয় আদিবাসী পরিষদের দাবি

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৪ জানুয়ারি ॥ জাতীয় আদিবাসী পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ও সবিনচন্দ্র মুক্ত যুক্ত বিবৃতিতে জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানিয়ে রাজশাহী ও রংপুর বিভাগে আদিবাসীদের মধ্যে একজন টেকনোক্র্যাট মন্ত্রী ও সংরক্ষিত নারী আসনে দুইজন নারী সংসদ সদস্য নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানিয়েছেন। তারা জানান, উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে প্রায় ২০ লক্ষাধিক আদিবাসীর বাস। তারা মনে করে দেশ এগিয়ে গেলেও আদিবাসীরা এখনও সামাজিক ,অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষায় অনেক পিছিয়ে। এখনও তারা ৭০-৮০ ভাগ ভূমিহীন। চাকরি ও কর্মসংস্থানেও অনুরূপ। দুঃখজনক যে স্বাধীনতার ৪৭ বছরেও সংসদে তাদের প্রতিনিধিত্বের সুযোগ দেয়া হয়নি।
×