ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত: ০৪:১৫, ৫ জানুয়ারি ২০১৯

 ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ জানুয়ারি ॥ ঝিনাইদহে বিল্লাল হোসেন (৯) নামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে সদর উপজেলার মুরারীদহ গ্রামের একটি কলাবাগানের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের সহিদুল ইসলাম শেখের ছেলে। সে মুরারিদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি জানান, বিল্লাল হোসেন বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। শুক্রবার সকালে গ্রামের কলাবাগানের ভেতর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত শেষে তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। টেকনাফে যুবকের গুলিবিদ্ধ লাশ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, টেকনাফের বাহারছড়া নোয়াখালীপাড়া সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় জেলেরা জানায়, ভোরে সৈকতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নেত্রকোনায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, নিখোঁজ হওয়ার দু’দিন পর আব্দুল্লাহ্ (২৫) নামে এক ড্রেজার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে খালিয়াজুরি উপজেলার রসুলপুর গ্রাম সংলগ্ন ধনু নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ খালিয়াজুরির গাজীপুর ইউনিয়নের বাতুয়াইল গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি ড্রেজার মেশিনের সাহায্যে মাটি তোলার ব্যবসা করতেন। জানা গেছে, বুধবার রাতে আব্দুল্লাহ ও তার মামাতো ভাই আশরাফুল মাটি তোলার কাজ শেষে ধনু নদে নোঙ্গর করা একটি নৌকায় ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে আশরাফুল ঘুম থেকে উঠে দেখেন আব্দুল্লাহ নৌকায় নেই। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি খালিয়াজুরি থানায় একটি জিডি করেন। শুত্রবার বেলা পৌনে ১১টার দিকে রসুলপুর গ্রাম সংলগ্ন ধনু নদে জেলেরা জাল দিয়ে মাছ ধরার সময় তার লাশ আটকা পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আড়াইহাজারে গৃহবধূ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকায় ফুসকার সঙ্গে কীটনাশক জাতীয় পদার্থ খাইয়ে উম্মেহানী (২৪) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় ছনপাড়া এলাকার তুহিনের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মেয়েকে হত্যার অভিযোগ এনে নিহতের মা খোদেজা বেগম শুক্রবার আড়াইহাজার থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দয়ের করেছে। ঘটনার পর তুহিনকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। জানা যায়, পাঁচ বছর আগে ছনপাড়া এলাকার তুহিনের সঙ্গে উম্মেহানীর বিয়ে হয়। এরই মধ্যে তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। কিন্তু ৯ মাস আগে গোপনে তুহিন দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। মামলায় আরও উল্লেখ করা হয়, এক লাখ টাকা যৌতুক দাবি করে ২৮ ডিসেম্বর উম্মেহানীকে তার বাবার বাড়ি স্থানীয় বুরবুরিয়ারটেকে পাঠিয়ে দেয়া হয়। দাবিকৃত টাকা না দিলে তার সঙ্গে আর সংসার হবে না বলেও সাফ জানিয়ে দেয় তুহিন। বৃহস্পতিবার বিকেলে সে তার ছোট মেয়েকে চিকিৎসক দেখানোর নাম করে উম্মেহানীকে সঙ্গে নিয়ে ছনপাড়ায় নিয়ে যায়। পরে রাতে তাকে ফুসকার সঙ্গে কীটনাশক জাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। এতে তার মৃত্যু হয়। এজাহারে আরও উল্লেখ্য করা হয়, নিহত উম্মেহানীর লাশ পরে বুরবুরিয়ারটেক তার বাবার বাড়িতে উঠানে ফেলে পালানোর সময় তুহিনকে আটক করে এলাকাবাসী। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
×