ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রকাশিত: ০৪:১৩, ৫ জানুয়ারি ২০১৯

 সিদ্ধিরগঞ্জে আওয়ামী  লীগের সংঘর্ষের  ঘটনায় পাল্টাপাল্টি  মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের আদমজীনগর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিকে আহত করার ঘটনায় তার ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে একটি ও বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার গভীর রাতে এ মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলায় ফারুক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ছোট ভাই মাহবুবুর রহমান মামলায় উল্লেখ করেন বৃহস্পতিবার বেলা ১১টায় মতি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন। এ সময় পথিমধ্যে আসামিরা মতিকে মারধর ও কুপিয়ে জখম করে। এতে সে মারাত্মক আহত হয়। তাকে হত্যার উদ্দেশেই এ হামলা বলে মামলায় উল্লেখ করা হয়। এ মামলার আসামিরা হলো- ইসমাইল, হান্নান, ফারুক, মজিবর, নাঈম, আলমগীর, হাসান মোস্তফাসহ অজ্ঞাত ১৫ জন। এ মামলায় ফারুককে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে পাল্টা মামলাটি দায়ের করেন ইসমাইলের ভাবি রোকেয়া বেগম। তিনি মামলায় উল্লেখ করেন সুমিলপাড়ার নতুন বাজার আবেদ আলী হাজীর বাড়িতে তার পৈতৃক সাড়ে ৩ শতাংশ জমি রয়েছে যা দখল করতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা করে তাদের বাড়িঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। এতে তাদের কয়েকজন আহত হয় বলেও মামলায় উল্লেখ করা হয়। মামলার আসামিরা হলো- রাজ্জাক, মনির, রফিকসহ অজ্ঞাত ১০ জন। এরা সকলেই মতির সমর্থক। উল্লেখ্য, নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দু’টি গ্রুপের সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১০ আহত হয়। মতিকে আহত করার ঘটনার প্রতিবাদে মতির লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও হামলা চালায়। পুড়িয়ে দেয়া হয় সিদ্ধিরগঞ্জ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়।
×