ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় টোকেন মেশিন বিকল ॥ ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

প্রকাশিত: ০৪:১২, ৫ জানুয়ারি ২০১৯

 নওগাঁয় টোকেন  মেশিন বিকল ॥  ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ জানুয়ারি ॥ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের টোকেন মেশিন দীর্ঘ ৬ মাস বিকল রয়েছে। ফলে চরম ঝুঁকি নিয়ে হাতকাগজের মাধ্যমে ক্লিয়ারপ্রাপ্ত লাইনে ট্রেন চলাচল করছে। এভাবে মাসের পর মাস হাতকাগজের মাধ্যমে ট্রেন চলাচলের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, তদানীন্তন ব্রিটিশ আমলে নির্মিত টোকেন মেশিনের মাধ্যমে আহসানগঞ্জ ও মাধনগর স্টেশনের লাইন ক্লিয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এখনও দেশের প্রতিটি স্টেশনে এই টোকেন মেশিনের মাধ্যমে লাইন ক্লিয়ার দেয়া হয়। সে অনুযায়ী নির্বিঘ্নে ট্রেন চলাচলও করে থাকে। কিন্তু প্রায় ৬ মাস পূর্বে নাটোরের মাধনগর স্টেশনের পশ্চিম পাশে একটি ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে মাটির নিচ দিয়ে যাওয়া টোকেন মেশিনের তারটি কেটে যায়। ফলে বিকল হয়ে যায় আত্রাইয়ের আহসানগঞ্জ ও মাধনগর স্টেশনের টোকেন মেশিনের কার্যক্রম। ৬ মাস আগে তার কেটে এই সার্ভিস কার্যক্রম বন্ধ হয়ে গেলেও অদ্যাবধি মেরামত করা হয়নি। বর্তমানে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের জন্য লাইন ক্লিয়ার দিতে হাতকাগজ ব্যবহার করা হচ্ছে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের এক কর্মচারী বলেন, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত হাতকাগজের মাধ্যমে ট্রেন চালানো যায়। কিন্ত মাসের পর মাস এভাবে ট্রেন চালানো কোনভাবেই নিরাপদ নয়। হাতকাগজের মাধ্যমে ট্রেন চালানোর ফলে কিছুদিন পূর্বে আত্রাই পুরনো রেলওয়ে স্টেশনের উত্তর পাশে অল্পের জন্য দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ থেকে রেহাই পায়। আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ছাইফুল ইসলাম জানান, টোকেন মেশিনটি বিকল হওয়ার সঙ্গে সঙ্গেই উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। যে স্থানে মাটির নিচে তার কেটেছে তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলেই এটি সচল হচ্ছে না।
×